পটাশপুর, 16 জানুয়ারি : লরির ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের । স্কুলের গেট কিংবা সিকিউরিটি গার্ড না থাকায় পটাশপুরের খাড় এলাকায় এই পথ দুর্ঘটনাটি ঘটেছে । আজ তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে স্থানীয়রা । পুলিশ এলে, তাদের ঘিরেও চালায় বিক্ষোভ ।
জানা গেছে, স্কুলে ভরতির পর মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল বছর তেরোর পুষ্পক । রাস্তা পারাপারের সময় একটি লরি পুষ্পককে সজোরে ধাক্কা মারে । তাতেই লুটিয়ে পড়ে মা ও ছেলে । পুলিশ এসে নাবালকসহ তার মাকে উদ্ধার করে নিয়ে পটাশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানকার চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করে ।
আরও পড়ুন : বারাসাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ
এরপর স্থানীয়রা এগরা বাজকুল জাতীয় সড়ক খাড় বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ ধরে অবরোধ থাকায় বহু পণ্যবাহী গাড়ি ও বাস আটকে পড়ে । খবর পেয়ে পুলিশ আসে । পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয় । স্কুলের প্রধান শিক্ষককে আটক করে নিয়ে যায় ।