ETV Bharat / state

আউশগ্রামে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার - বর্ধমান

আজ সকালে বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ ৷ পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে ৷ আউশগ্রামের জামতারা এলাকার ঘটনা ৷

Murder
ছবিটির প্রতীকী
author img

By

Published : May 5, 2020, 8:36 PM IST

বর্ধমান, 5 মে : বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ নাম মধুসূদন বাউড়ি (28 ) ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷ আউশগ্রামের জামতারা এলাকার ঘটনা ৷

মধুসূদন পেশায় লটারির টিকিট বিক্রেতা । বছর সাতেক আগে মানকরের প্রীতি বাউড়ির সঙ্গে বিয়ে হয় তাঁর । তাঁদের দুই ছেলে-মেয়ে । স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত । কয়েকবার তা চরমে পৌঁছালে স্থানীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হত ৷ গতরাতেও অশান্তি হয়েছিল ৷ কিন্তু তারপর সারারাত মধুসূদন বাড়িতেই ছিল বলে দাবি পরিবারের ৷ আর আজ সকালে বাড়ির পাশে মাঠে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান এলাকার কয়েকজন ।

DSP DNT অরিজিৎ পাল চৌধুরি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এই ঘটনায় মৃতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আউশগ্রাম থানার পুলিশ ৷

বর্ধমান, 5 মে : বাড়ির পাশের মাঠ থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ নাম মধুসূদন বাউড়ি (28 ) ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে ৷ আউশগ্রামের জামতারা এলাকার ঘটনা ৷

মধুসূদন পেশায় লটারির টিকিট বিক্রেতা । বছর সাতেক আগে মানকরের প্রীতি বাউড়ির সঙ্গে বিয়ে হয় তাঁর । তাঁদের দুই ছেলে-মেয়ে । স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত । কয়েকবার তা চরমে পৌঁছালে স্থানীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হত ৷ গতরাতেও অশান্তি হয়েছিল ৷ কিন্তু তারপর সারারাত মধুসূদন বাড়িতেই ছিল বলে দাবি পরিবারের ৷ আর আজ সকালে বাড়ির পাশে মাঠে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান এলাকার কয়েকজন ।

DSP DNT অরিজিৎ পাল চৌধুরি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এই ঘটনায় মৃতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আউশগ্রাম থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.