ETV Bharat / state

Bombs Found in Burdwan : বাসে বোমা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার যুবক - burdwan news

সরকারি বাসে বোমা নিয়ে কলকাতা থেকে পানাগড় যাওয়ার পথে বর্ধমান থেকে গ্রেফতার 1 (Bombs Found in Burdwan) ৷ বাস থামিয়ে তল্লাশি চালাতেই মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ ৷

Bombs Found in Burdwan
বোমা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার যুবক
author img

By

Published : Dec 15, 2021, 8:34 PM IST

বর্ধমান, 15 ডিসেম্বর : কলকাতা-দুর্গাপুর এসবিএসটিসি বাসে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গলসি থানার পুলিশ । মঙ্গলবার রাতে গলসির কুলগড়িয়া চটি এলাকার 2 নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ (Bombs Found in Burdwan) ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পানাগড় সেনা ছাউনির ইন্টেলিজেন্স বিভাগ খবর পায় কলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসে ব্যাগে করে বোমা নিয়ে আসা হচ্ছে । সঙ্গে সঙ্গে সেখান থেকে গলসি থানায় ঘটনার কথা জানাতেই পুলিশ নাকা চেকিং শুরু করে । বাস থামিয়ে সমস্ত যাত্রীদের ব্যাগ তল্লাশি করতেই সরফরাজ আনসারি নামে এক যুবকের ব্যাগ থেকে সেই বোমা উদ্ধার হয় । কলকাতার এসপ্ল্যানেড থেকে ওই যুবক বাসে বোমা নিয়ে পানাগড় যাচ্ছিল ।

বোমা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার যুবক
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান, গলসির কুলগড়িয়া এলাকায় বাস থামিয়ে তল্লাশি করে পুলিশ এক যুবকের কাছ থেকে 20 টি বোমা উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে গ্রেফতার করে ৷ এদিন সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ইব্রাহিম খান ওরফে এহসান আলম নামে এক ব্যক্তি তার হাতে বোমার ব্যাগ তুলে দেয় ৷ বাইকে করে ওই ব্যক্তির পানাগড়ে আসার কথা ছিল ৷ ওই যুবক অন্য কোনও চক্রের সঙ্গে যুক্ত আছে কি না, বোমা নিয়ে সে কোথায় কাকে দিতে যাচ্ছিল এই সব বিষয় খতিয়ে দেখতে ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Burdwan Municipality Administrator Arrested : চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়

বর্ধমান, 15 ডিসেম্বর : কলকাতা-দুর্গাপুর এসবিএসটিসি বাসে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গলসি থানার পুলিশ । মঙ্গলবার রাতে গলসির কুলগড়িয়া চটি এলাকার 2 নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ (Bombs Found in Burdwan) ।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পানাগড় সেনা ছাউনির ইন্টেলিজেন্স বিভাগ খবর পায় কলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসে ব্যাগে করে বোমা নিয়ে আসা হচ্ছে । সঙ্গে সঙ্গে সেখান থেকে গলসি থানায় ঘটনার কথা জানাতেই পুলিশ নাকা চেকিং শুরু করে । বাস থামিয়ে সমস্ত যাত্রীদের ব্যাগ তল্লাশি করতেই সরফরাজ আনসারি নামে এক যুবকের ব্যাগ থেকে সেই বোমা উদ্ধার হয় । কলকাতার এসপ্ল্যানেড থেকে ওই যুবক বাসে বোমা নিয়ে পানাগড় যাচ্ছিল ।

বোমা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার যুবক
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানান, গলসির কুলগড়িয়া এলাকায় বাস থামিয়ে তল্লাশি করে পুলিশ এক যুবকের কাছ থেকে 20 টি বোমা উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে গ্রেফতার করে ৷ এদিন সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করে । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ইব্রাহিম খান ওরফে এহসান আলম নামে এক ব্যক্তি তার হাতে বোমার ব্যাগ তুলে দেয় ৷ বাইকে করে ওই ব্যক্তির পানাগড়ে আসার কথা ছিল ৷ ওই যুবক অন্য কোনও চক্রের সঙ্গে যুক্ত আছে কি না, বোমা নিয়ে সে কোথায় কাকে দিতে যাচ্ছিল এই সব বিষয় খতিয়ে দেখতে ওই যুবককে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Burdwan Municipality Administrator Arrested : চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.