বর্ধমান, 15 ডিসেম্বর : কলকাতা-দুর্গাপুর এসবিএসটিসি বাসে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গলসি থানার পুলিশ । মঙ্গলবার রাতে গলসির কুলগড়িয়া চটি এলাকার 2 নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ (Bombs Found in Burdwan) ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পানাগড় সেনা ছাউনির ইন্টেলিজেন্স বিভাগ খবর পায় কলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসে ব্যাগে করে বোমা নিয়ে আসা হচ্ছে । সঙ্গে সঙ্গে সেখান থেকে গলসি থানায় ঘটনার কথা জানাতেই পুলিশ নাকা চেকিং শুরু করে । বাস থামিয়ে সমস্ত যাত্রীদের ব্যাগ তল্লাশি করতেই সরফরাজ আনসারি নামে এক যুবকের ব্যাগ থেকে সেই বোমা উদ্ধার হয় । কলকাতার এসপ্ল্যানেড থেকে ওই যুবক বাসে বোমা নিয়ে পানাগড় যাচ্ছিল ।
Bombs Found in Burdwan : বাসে বোমা নিয়ে যাওয়ার পথে গ্রেফতার যুবক - burdwan news
সরকারি বাসে বোমা নিয়ে কলকাতা থেকে পানাগড় যাওয়ার পথে বর্ধমান থেকে গ্রেফতার 1 (Bombs Found in Burdwan) ৷ বাস থামিয়ে তল্লাশি চালাতেই মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ ৷
বর্ধমান, 15 ডিসেম্বর : কলকাতা-দুর্গাপুর এসবিএসটিসি বাসে বোমা নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল গলসি থানার পুলিশ । মঙ্গলবার রাতে গলসির কুলগড়িয়া চটি এলাকার 2 নম্বর জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে মহম্মদ সরফরাজ আনসারি নামে ওই যুবকের কাছ থেকে ব্যাগ ভরতি বোমা উদ্ধার করে পুলিশ (Bombs Found in Burdwan) ।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পানাগড় সেনা ছাউনির ইন্টেলিজেন্স বিভাগ খবর পায় কলকাতা থেকে দুর্গাপুরগামী সরকারি বাসে ব্যাগে করে বোমা নিয়ে আসা হচ্ছে । সঙ্গে সঙ্গে সেখান থেকে গলসি থানায় ঘটনার কথা জানাতেই পুলিশ নাকা চেকিং শুরু করে । বাস থামিয়ে সমস্ত যাত্রীদের ব্যাগ তল্লাশি করতেই সরফরাজ আনসারি নামে এক যুবকের ব্যাগ থেকে সেই বোমা উদ্ধার হয় । কলকাতার এসপ্ল্যানেড থেকে ওই যুবক বাসে বোমা নিয়ে পানাগড় যাচ্ছিল ।