ETV Bharat / state

চুরির মতলবে ঢুকে খুন করা হয়েছিল মহিলা আইনজীবীকে, গ্রেপ্তার 2 - women lawyer murder in bardwan

অবশেষে 7 দিন বাদে বর্ধমানের আঝপুরে মহিলা আইনজীবী খুনের ঘটনায় গ্রেপ্তার 2 যুবক । ধৃতরা প্রশান্ত ক্ষেত্রপাল ও সুজিত ঘড়ুই । 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ ।

ধৃত 2
author img

By

Published : Nov 3, 2019, 7:08 PM IST

জামালপুর (পূর্ব বর্ধমান), 3 নভেন্বর: কালীপুজোর রাতে বর্ধমানের আঝপুরে খুন হন এক মহিলা আইনজীবী । ঘটনার তদন্তে নামে জামালপুর থানার পুলিশ । অবশেষে আজ দুপুরে গ্রেপ্তার হয় অভিযুক্ত 2 যুবক । ধৃত প্রশান্ত ক্ষেত্রপাল ও সুজিত ঘড়ুই বর্ধমানের আঝপুরের বাসিন্দা । আজ দুপুরে পূর্ব বর্ধমানের আঝপুর ও খণ্ডঘোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

প্রশান্ত পেশায় ট্রাকের খালাসি ও সুজিত ডাব বিক্রেতা । ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডাব বিক্রির সুবাদে আইনজীবী মিতালি ঘোষের বাড়ি থেকে নারকেল পাড়ার জন্য মাঝেমধ্যেই ডাক পড়তো সুজিতের । বাড়িতে একা থাকতেন মিতালি ঘোষ । তা জানত সুজিত । পুলিশ সূত্রে খবর, কালীপুজোর দিন গভীর রাতে চুরির মতলবে পাঁচিল টপকে মিতালির বাড়িতে ঢোকে সুজিত ও প্রশান্ত । প্রথমে মিতালির মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ও তারপর তাঁর হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় । সম্ভবত ওই আঘাতেই মৃত্যু হয় মিতালির । তারপর ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে সুজিত ও প্রশান্ত । 27 অক্টোবর সকালে বাড়ির কাজের লোক এসে মিতালির সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে ঘরের মেঝে থেকে মহিলার দেহ উদ্ধার করে ।

পুলিশ সূত্রে খবর আগামীকাল ওই দুই অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হবে । পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে ।

জামালপুর (পূর্ব বর্ধমান), 3 নভেন্বর: কালীপুজোর রাতে বর্ধমানের আঝপুরে খুন হন এক মহিলা আইনজীবী । ঘটনার তদন্তে নামে জামালপুর থানার পুলিশ । অবশেষে আজ দুপুরে গ্রেপ্তার হয় অভিযুক্ত 2 যুবক । ধৃত প্রশান্ত ক্ষেত্রপাল ও সুজিত ঘড়ুই বর্ধমানের আঝপুরের বাসিন্দা । আজ দুপুরে পূর্ব বর্ধমানের আঝপুর ও খণ্ডঘোষ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

প্রশান্ত পেশায় ট্রাকের খালাসি ও সুজিত ডাব বিক্রেতা । ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ডাব বিক্রির সুবাদে আইনজীবী মিতালি ঘোষের বাড়ি থেকে নারকেল পাড়ার জন্য মাঝেমধ্যেই ডাক পড়তো সুজিতের । বাড়িতে একা থাকতেন মিতালি ঘোষ । তা জানত সুজিত । পুলিশ সূত্রে খবর, কালীপুজোর দিন গভীর রাতে চুরির মতলবে পাঁচিল টপকে মিতালির বাড়িতে ঢোকে সুজিত ও প্রশান্ত । প্রথমে মিতালির মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে ও তারপর তাঁর হাত-পা দড়ি দিয়ে বেঁধে দেয় । সম্ভবত ওই আঘাতেই মৃত্যু হয় মিতালির । তারপর ঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে সুজিত ও প্রশান্ত । 27 অক্টোবর সকালে বাড়ির কাজের লোক এসে মিতালির সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ এসে ঘরের মেঝে থেকে মহিলার দেহ উদ্ধার করে ।

পুলিশ সূত্রে খবর আগামীকাল ওই দুই অভিযুক্তকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হবে । পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে ।

Intro:
মহিলা আইনজীবী খুনের ঘটনায় গ্রেফতার দুই যুবক

পুলক যশ , বর্ধমান

মহিলা আইনজীবী খুনের ঘটনায খুনের কারণ এবং করা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে তা নিয়ে ধন্দে পড়েছিল পুলিশ। ফলে একের পর এক এলাকার মানুষ এবং মৃতের আত্মীয়-পরিজনদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার ক্লু খুঁজে পাচ্ছিল না ।আজ রবিবার আট দিনের মাথায় দুই অপরাধীকে গ্রেপ্তার করল জামালপুর থানার পুলিশ ।আজ রবিবার বেলাই একজনকে আঝাপুর থেকে এবং অপরজনকে খণ্ডঘোষ থেকে গ্রেপ্তার করে পুলিশ ।পুলিশ জানিয়েছে ধৃত প্রশান্ত ক্ষেত্রপাল এবং এবং সুজিত ঘড়ুই দুজনেই আঝাপুর এলাকার বাসিন্দা ।

পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন এদের মধ্যে প্রশান্ত ট্রাকে খালাসির কাজ করে অন্যদিকে সুজিত ডাব বিক্রেতা। বিভিন্ন তথ্য থেকে পুলিশ জানতে পারে সুজিত ওই যুবককে বেশ কয়েকবার ওই মহিলা আইনজীবী মিতালি ঘোষ ঘোষ তার বাড়িতে থেকে নারকেল গাছ থেকে ডাব নারকেল পাড়ার জন্য ডেকে পাঠাতো। সেই সূত্রে সে বাড়ি বিভিন্ন অংশ মোটামুটি চিনে ফেলেছিল। তবে মূলত চুরি করার উদ্দেশ্যেই তারা খুনের ঘটনা ঘটিয়েছে। এবং তারা বুঝে ছিল ওই মহিলা বাড়িতে একাই থাকেন। সেই কারণে চুরি করার উদ্দেশ্যেই তারা 26 শে অক্টোবর রাতে ওই বাড়িতে ঢুকে পড়ে এবং মিতালি ঘোষকে প্রথমে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে । মহিলা জ্ঞান হারালে তার হাত-পা বেঁধে দেয়। এরপর ঘরের জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। পুলিশ সুপার আরও বলেন রাতের অন্ধকারে পাঁচিল টপকে ওই বাড়িতে ঢুকে ছিল । ধৃতদের আগামীকাল পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হবে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত করা হবে।


Body:মহিলা আইনজীবী খুনের ঘটনায় গ্রেফতার দুই যুবক


Conclusion:মহিলা আইনজীবী খুনের ঘটনায় গ্রেফতার দুই যুবক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.