ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত মেমারির এক মহিলা, কোয়ারানটিনে 5

কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মেমারির এক মহিলা । চলতি মাসের শুরুতেই তিনি মেমারির বাড়িতে এসেছিলেন । তাঁর সংস্পর্শে আসায় পাঁচজনকে কোয়ারানটিনে রাখা হয়েছে ।

মেমারির কোরোনায় আক্রান্ত মহিলা
মেমারির কোরোনায় আক্রান্ত মহিলা
author img

By

Published : May 11, 2020, 5:33 PM IST

বর্ধমান, 11 মে : কোরোনায় আক্রান্ত হলেন মেমারির এক মহিলা । তিনি কলকাতার এক হাসপাতালে ভরতি রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। সেখানেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । যা পজ়িটিভ আসে । তাঁর সংস্পর্শে আসা পাঁচজনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

বর্ধমান(দক্ষিণ)-এর SDPO আমিনুল ইসলাম খান বলেন, "মেমারি 2 ব্লকের যে রোগীর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে তিনি কলকাতার একটি হাসপাতালে ভরতি আছেন । গতরাতে সেই রিপোর্ট পাওয়া গিয়েছে । ওই মহিলার সংস্পর্শে আসা পাঁচজনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । এরপর সেকেন্ডারি লিস্ট তৈরি করা হচ্ছে ।"

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "ওই মহিলা কলকাতায় চিকিৎসাধীন । প্রথম দু'বার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তৃতীয়বার পরীক্ষায় ধরা পড়ে যে তিনি কোরোনা পজ়িটিভ । তিনি যেহেতু তিন তারিখ বাড়ি এসেছিলেন তাই তাঁর সংস্পর্শে আসা পাঁচজনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।"

বর্ধমান, 11 মে : কোরোনায় আক্রান্ত হলেন মেমারির এক মহিলা । তিনি কলকাতার এক হাসপাতালে ভরতি রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। সেখানেই তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । যা পজ়িটিভ আসে । তাঁর সংস্পর্শে আসা পাঁচজনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

বর্ধমান(দক্ষিণ)-এর SDPO আমিনুল ইসলাম খান বলেন, "মেমারি 2 ব্লকের যে রোগীর শরীরে কোরোনা ভাইরাস পাওয়া গিয়েছে তিনি কলকাতার একটি হাসপাতালে ভরতি আছেন । গতরাতে সেই রিপোর্ট পাওয়া গিয়েছে । ওই মহিলার সংস্পর্শে আসা পাঁচজনকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে । এরপর সেকেন্ডারি লিস্ট তৈরি করা হচ্ছে ।"

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "ওই মহিলা কলকাতায় চিকিৎসাধীন । প্রথম দু'বার তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তৃতীয়বার পরীক্ষায় ধরা পড়ে যে তিনি কোরোনা পজ়িটিভ । তিনি যেহেতু তিন তারিখ বাড়ি এসেছিলেন তাই তাঁর সংস্পর্শে আসা পাঁচজনকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.