পূর্ব বর্ধমান, 17 আগস্ট : বাইকে লরির ধাক্কা, রাস্তায় ছিটকে পড়তেই তেলের ট্যাঙ্কারে চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার ৷ কালনা থেকে বর্ধমান আসার পথে ঘটে দুর্ঘটনাটি ৷ মৃতার নাম টুম্পা ঘোষ (35) ৷
সোমবার সকালে কালানার অকালপৌষ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে করে ফিরছিল পরিবারটি ৷ বাইক চালাচ্ছিলেন মৃতার স্বামী ৷ সঙ্গে ছিল মেয়েও ৷ জানা গিয়েছে, বর্ধমানের রসুলপুরে আসছিলেন তাঁরা। সকাল সাড়ে সাতটা নাগাদ মেমারি হাটপুকুর এলাকায় পেট্রোল পাম্পের সামনে একটি লরি পেছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। টুম্পা দেবী রাস্তায় ছিটকে পড়েন৷ এরপরই একটি তেলের ট্যাঙ্কার তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার৷
স্থানীয় বাসিন্দারাই পরিবারটিকে উদ্ধার করে ৷ স্থানীয়দের তৎপরতায় ঘাতক ট্যাঙ্কারটিকে পাকড়াও করা সম্ভব হয়েছে। পরে পুলিশ এসে ট্যাঙ্কারের চালক ও গাড়িটিকে আটক করে। মৃতার স্বামী হরিহর ঘোষ ও মেয়ে অঙ্কিতা ঘোষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।