ভাতার, 21 ফেব্রুয়ারি : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাট আউটে গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আমারুন গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মী-সমর্থকরাই এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ভাতারের আমারুন গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে জেপি নাড্ডার একটি কাটাউট লাগানো হয়েছে। রবিবার বিজেপির কর্মী-সমর্থকেরা দেখতে পায় ওই কাট আউট এর উপর গোবর লেপে দেওয়া হয়েছে। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছে থাকে বিজেপির কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন : মৎস্যজীবির জালে 25 কেজির বিরল প্রজাতির মাছ
বিজেপি নেতা বাপ্পা মুখোপাধ্যায় জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই কাজের সঙ্গে যুক্ত। বিষয়টি নিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য জানান, বিজেপি নিজেদের প্রচারের আলোয় নিয়ে আসতেই নিজেরাই তাদের দলীয় নেতার কাট আউটে গোবর লেপে দিয়ে তৃণমূল কংগ্রেসের নামে অপপ্রচার করছে।