ETV Bharat / state

কালীঘাট না বললে জামিন দেন না বিচারক : দিলীপ - বর্ধমানে দিলীপ ঘোষ

পুলিশি ব্যবস্থার রাজনীতিকরণ করা হচ্ছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতারা । এবার সরাসরি বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ । বললেন, "কালীঘাট না বলে দিলে, জামিন দিতে পারেন না বিচারক ।"

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Feb 15, 2021, 3:53 PM IST

বর্ধমান, 15 ফেব্রুয়ারি : পুলিশ যে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ আগেও তুলেছেন বিজেপি নেতারা । অভিযোগ তুলেছেন রাজ্যপালও । আজ সেই কথাই আরও একবার শোনা গেল দিলীপ ঘোষের গলায় । বললেন, "এখন থানায় অভিযোগ দায়ের করতে গেলে কালীঘাট না বললে অভিযোগ নেওয়া হবে না । ময়নাতদন্তের রিপোর্ট ডাক্তার ঠিক লিখতে পারবেন না । কালীঘাট যা বলবে সেটাই তাঁরা লিখতে বাধ্য হচ্ছেন ।" শুধু তাই নয়, কাঠগড়ায় তোলেন বিচারবিভাগকেও । বলেন, "বিচার বিভাগ, আইন বিভাগ, আদালত... সেখানে একজন বিচারকের ক্ষমতা নেই বিরোধী দলের কর্মীদের জামিন দিয়ে দেওয়ার । তিনি জানেন মিথ্যা মামলা । কিন্তু কালীঘাট না বলে দিলে, তিনি জামিন দিতে পারবেন না।"

"সত্যি সত্যি এবার পরিবর্তন হবে । সেটা সাধারণ মানুষ করবে । তাঁদের উপর আমাদের ভরসা আছে । সাধারণ মানুষ ব্রিটিশদের তাড়িয়েছেন, পাঠানদের তাড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসকেও তাড়াবে । কারণে এরা তো ছিঁচকে চোর, এদের তাড়ানো কোনও ব্যাপার নয় ।" বর্ধমান শহরে চা চক্রে যোগ দিতে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

কালীঘাট না বলে দিলে, জামিন দিতে পারেন না বিচারক; অভিযোগ দিলীপ ঘোষের

পুলিশি ব্যবস্থা নিয়েও আজ প্রশ্ন তোলেন তিনি । বলেন, "আজ পুলিশকে তোলাবাজ কে বানিয়েছে ? আমি যখন পুলিশকে বলি, তখন বলা হয় দিলীপ ঘোষ পুলিশকে গালাগালি করছেন । ওঁরা লুঠ করবেন, আর আমি কি সকালবেলা পুলিশকে ডেকে চা খাওয়াব ?"

আরও পড়ুন : "খেলা হবে" স্লোগান তৃণমূলের নয়, আওয়ামী লিগের; দাবি দিলীপের

মুখ্যমন্ত্রীর পাড়ায় পাড়ায় সরকার প্রকল্প নিয়ে তিনি বলেন, "এবার পাড়ায় পাড়ায় দূত এসেছে । জয় শ্রীরামে পালিয়ে গেল সব ভূত, এবার পাড়ায় পাড়ায় যমের দূত । যত সময় আসছে তত দিদিমনির চেহারা খারাপ হয়ে যাচ্ছে । ভাষা খারাপ হয়ে যাচ্ছে । তিনি কি বলেন, নিজেই বোঝেন না ।" অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে তিনি বলেন, "আর বীরভূমে ওই মোটা লোকটা আছেন, যিনি উলটো পালটা কথা বলেন । তাঁর পায়ের তলায় ডিএম এসপি-রা বসে আছেন । আর কত নিচে নামবেন এঁরা ?"

বর্ধমান, 15 ফেব্রুয়ারি : পুলিশ যে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ আগেও তুলেছেন বিজেপি নেতারা । অভিযোগ তুলেছেন রাজ্যপালও । আজ সেই কথাই আরও একবার শোনা গেল দিলীপ ঘোষের গলায় । বললেন, "এখন থানায় অভিযোগ দায়ের করতে গেলে কালীঘাট না বললে অভিযোগ নেওয়া হবে না । ময়নাতদন্তের রিপোর্ট ডাক্তার ঠিক লিখতে পারবেন না । কালীঘাট যা বলবে সেটাই তাঁরা লিখতে বাধ্য হচ্ছেন ।" শুধু তাই নয়, কাঠগড়ায় তোলেন বিচারবিভাগকেও । বলেন, "বিচার বিভাগ, আইন বিভাগ, আদালত... সেখানে একজন বিচারকের ক্ষমতা নেই বিরোধী দলের কর্মীদের জামিন দিয়ে দেওয়ার । তিনি জানেন মিথ্যা মামলা । কিন্তু কালীঘাট না বলে দিলে, তিনি জামিন দিতে পারবেন না।"

"সত্যি সত্যি এবার পরিবর্তন হবে । সেটা সাধারণ মানুষ করবে । তাঁদের উপর আমাদের ভরসা আছে । সাধারণ মানুষ ব্রিটিশদের তাড়িয়েছেন, পাঠানদের তাড়িয়েছেন, তৃণমূল কংগ্রেসকেও তাড়াবে । কারণে এরা তো ছিঁচকে চোর, এদের তাড়ানো কোনও ব্যাপার নয় ।" বর্ধমান শহরে চা চক্রে যোগ দিতে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

কালীঘাট না বলে দিলে, জামিন দিতে পারেন না বিচারক; অভিযোগ দিলীপ ঘোষের

পুলিশি ব্যবস্থা নিয়েও আজ প্রশ্ন তোলেন তিনি । বলেন, "আজ পুলিশকে তোলাবাজ কে বানিয়েছে ? আমি যখন পুলিশকে বলি, তখন বলা হয় দিলীপ ঘোষ পুলিশকে গালাগালি করছেন । ওঁরা লুঠ করবেন, আর আমি কি সকালবেলা পুলিশকে ডেকে চা খাওয়াব ?"

আরও পড়ুন : "খেলা হবে" স্লোগান তৃণমূলের নয়, আওয়ামী লিগের; দাবি দিলীপের

মুখ্যমন্ত্রীর পাড়ায় পাড়ায় সরকার প্রকল্প নিয়ে তিনি বলেন, "এবার পাড়ায় পাড়ায় দূত এসেছে । জয় শ্রীরামে পালিয়ে গেল সব ভূত, এবার পাড়ায় পাড়ায় যমের দূত । যত সময় আসছে তত দিদিমনির চেহারা খারাপ হয়ে যাচ্ছে । ভাষা খারাপ হয়ে যাচ্ছে । তিনি কি বলেন, নিজেই বোঝেন না ।" অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে তিনি বলেন, "আর বীরভূমে ওই মোটা লোকটা আছেন, যিনি উলটো পালটা কথা বলেন । তাঁর পায়ের তলায় ডিএম এসপি-রা বসে আছেন । আর কত নিচে নামবেন এঁরা ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.