ETV Bharat / state

নির্বাচনী বিধি ভাঙলেই 100 মিনিটে হাজির হবে কমিশনের ফ্লাইং স্কোয়াড - Model Code of Conduct

প্রতিটি বিধানসভায় একটি করে ফ্লাইং স্কোয়াড রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে ৷ যে স্কোয়াডের কাজ কেউ নির্বাচনী বিধি ভাঙলে, তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা ৷ তাও এবার 100 মিনিটের মধ্যে ৷

নির্বাচনী বিধি ভাঙলেই 100 মিনিটে হাজির হবে কমিশনের ফ্লাইং স্কোয়াড
নির্বাচনী বিধি ভাঙলেই 100 মিনিটে হাজির হবে কমিশনের ফ্লাইং স্কোয়াড
author img

By

Published : Mar 5, 2021, 11:11 PM IST

বর্ধমান, 5 মার্চ : গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার কড়া নজরদারিতে বিধানসভা ভোট করাতে চায় নির্বাচন কমিশন ৷ তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন কমিশনের কর্তারা ৷ এমনকী, নির্বাচন ঘোষণার সময়ও কমিশন জানিয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ করা হবে ৷

তাই নিরাপত্তার ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে প্রতিটি বিধানসভায় একটি করে ফ্লাইং স্কোয়াড রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে ৷ যে স্কোয়াডের কাজ কেউ নির্বাচনী বিধি ভাঙলে, তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা ৷ তাও এবার 100 মিনিটের মধ্যে ৷ শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান বলেন, ‘‘নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ পেলেই দ্রুত সেখানে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড পৌঁছে যাবে । এবং দ্রুততার সঙ্গে ঘটনার সমাধান করবে ।’’

কীভাবে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড ? কমিশন সূত্রে জানা গিয়েছে যে ফৌজি পোশাকের রংয়ের একটি গাড়ি থাকছে ফ্লাইং স্কোয়াডে ৷ যে গাড়িতে লেখা আছে, আপনার ভোট আপনার অধিকার । নিজের ভোট নিজে দিন । ওই গাড়িতে থাকবে বিধানসভার রিটার্নিং অফিসার কিংবা তাঁর প্রতিনিধি । ক্যামেরা-সহ থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র । ফলে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ওই গাড়ি পৌঁছে যাবে ঘটনাস্থলে ৷ অভিযোগ পাওয়া এবং ঘটনাস্থলে পৌঁছানোর মধ্যে সময় ধরা হয়েছে 100 মিনিট ৷

কিন্তু কীভাবে অভিযোগ আসবে ওই স্কোয়াডের কাছে ! ফোনে জানাতে হবে নাকি অন্য উপায় রয়েছে ! কমিশন সূত্রে খবর, সি ভিজিল নামে যে অ্যাপ আছে সেই অ্যাপে মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৷ পূর্ব বর্ধমানের 16 টি বিধানসভা এলাকাতেই একটা করে ফ্লাইং স্কোয়াডের গাড়ি থাকবে । ইতিমধ্যে আউশগ্রাম বিধানসভা এলাকায় এই ফ্লাইং স্কোয়াডের গাড়ি এসে গিয়েছে ৷

আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে, জানেন ? দেখে নিন একনজরে

প্রসঙ্গত, ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গিয়েছে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ৷ কিন্তু তার পরও বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠছে ৷ এই সব অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতেই এই ব্যবস্থা করা হয়েছে ৷ এর ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে মনে করছে কমিশন ৷

বর্ধমান, 5 মার্চ : গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার কড়া নজরদারিতে বিধানসভা ভোট করাতে চায় নির্বাচন কমিশন ৷ তা একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন কমিশনের কর্তারা ৷ এমনকী, নির্বাচন ঘোষণার সময়ও কমিশন জানিয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ করা হবে ৷

তাই নিরাপত্তার ব্যবস্থাকে আঁটোসাঁটো করতে প্রতিটি বিধানসভায় একটি করে ফ্লাইং স্কোয়াড রাখা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে ৷ যে স্কোয়াডের কাজ কেউ নির্বাচনী বিধি ভাঙলে, তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা ৷ তাও এবার 100 মিনিটের মধ্যে ৷ শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান বলেন, ‘‘নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ পেলেই দ্রুত সেখানে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড পৌঁছে যাবে । এবং দ্রুততার সঙ্গে ঘটনার সমাধান করবে ।’’

কীভাবে কাজ করবে এই ফ্লাইং স্কোয়াড ? কমিশন সূত্রে জানা গিয়েছে যে ফৌজি পোশাকের রংয়ের একটি গাড়ি থাকছে ফ্লাইং স্কোয়াডে ৷ যে গাড়িতে লেখা আছে, আপনার ভোট আপনার অধিকার । নিজের ভোট নিজে দিন । ওই গাড়িতে থাকবে বিধানসভার রিটার্নিং অফিসার কিংবা তাঁর প্রতিনিধি । ক্যামেরা-সহ থাকবে প্রয়োজনীয় জিনিসপত্র । ফলে কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ওই গাড়ি পৌঁছে যাবে ঘটনাস্থলে ৷ অভিযোগ পাওয়া এবং ঘটনাস্থলে পৌঁছানোর মধ্যে সময় ধরা হয়েছে 100 মিনিট ৷

কিন্তু কীভাবে অভিযোগ আসবে ওই স্কোয়াডের কাছে ! ফোনে জানাতে হবে নাকি অন্য উপায় রয়েছে ! কমিশন সূত্রে খবর, সি ভিজিল নামে যে অ্যাপ আছে সেই অ্যাপে মাধ্যমে অভিযোগ জানানো যাবে ৷ পূর্ব বর্ধমানের 16 টি বিধানসভা এলাকাতেই একটা করে ফ্লাইং স্কোয়াডের গাড়ি থাকবে । ইতিমধ্যে আউশগ্রাম বিধানসভা এলাকায় এই ফ্লাইং স্কোয়াডের গাড়ি এসে গিয়েছে ৷

আরও পড়ুন : আপনার কেন্দ্রে ভোট কবে, জানেন ? দেখে নিন একনজরে

প্রসঙ্গত, ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গিয়েছে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি ৷ কিন্তু তার পরও বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠছে ৷ এই সব অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতেই এই ব্যবস্থা করা হয়েছে ৷ এর ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে বলে মনে করছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.