পূর্বস্থলী, 9জুলাই : পেট্রোপণ্যের মৃল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে রাজ্য ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । 91 বছরের বৃদ্ধা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গতকাল বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেন তিনি ।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে । দাম বাড়ছে কেরোসিন সহ অন্যান্য জ্বালানিরও । তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে বলে অভিযোগ করেন মন্ত্রী । কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে জেলায় লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস । গতকাল সেই সূত্র ধরেই নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের নেতা কর্মীরা । প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মা'কে নিয়ে আন্দোলনে সামিল হন মন্ত্রী স্বপন দেবনাথ ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, "BJP পরিচালিত কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজ়েলের সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে । মুখ্যমন্ত্রীর নির্দেশে রান্নার গ্যাস, কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছে । রাজ্যের সমস্ত তৃণমূল নেতা-নেত্রী তাঁদের পরিবার নিয়ে বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন । সেই মতো আমিও এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করছি । আমার অসুস্থ বৃদ্ধা মা রয়েছেন । আমার ছেলে এবং মামা সহ পরিবারের প্রত্যেকেই অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন ।"