ভাতার, 10 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় বাড়ি জঙ্গি সন্দেহে NIA-র হাতে ধৃত আসাদুল্লার ৷ তার বাড়ির লোকজন জানত সে চেন্নাইয়ে ছাদ ঢালাইয়ের কাজ করে । গত পাঁচ বছরে একদিনের জন্যও বাড়ি আসেনি আসাদুল্লা । এমনকি ফোনেও কোনও যোগাযোগ রাখত না বলে দাবি পরিবারের । তবে সে যে জঙ্গি কার্যকলাপে যুক্ত সেকথা জানত না পরিবার । আসাদুল্লার দাদা জানায়, মঙ্গলকোটের শিমুলিয়া মাদ্রাসায় আসাদুল্লার নিয়মিত যাতায়াত ছিল ।
আসাদুল্লার গ্রেপ্তারির খবর গ্রামে জানাজানি হতেই অবাক গ্রামের লোকজন । তাদের গ্রামের ছেলে যে জঙ্গি কার্যকলাপে যুক্ত সেটা তারা বিশ্বাসই করতে পারছে না । আসাদুল্লা শেখের মা অসুস্থ । খাগড়াগড়ের বিস্ফোরণের পর হঠাৎ করে আসাদুল্লা উধাও হয়ে যাওয়ার পরই তার স্ত্রী হালিমা বিবি দুই পুত্রকে নিয়ে বাপের বাড়ি চলে যায় । এদিকে তার মা অসুস্থ হয়ে পড়ায় অন্য ছেলের কাছে থাকতে শুরু করে ।
NIA সুত্রে জানা গেছে, IED বানানোর প্রশিক্ষণ নিয়েছিল আসাদুল্লা । JMB সঙ্গেও যুক্ত ছিল বলে জানা গেছে । এমনকী বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গেও তার নাম জড়িয়েছে । গ্রামবাসীরা জানিয়েছেন আসাদুল্লা আগে ট্রাক্টর চালাত । কিন্তু খাগড়াগড় বিস্ফোরণের পর সে হঠাৎ উধাও হয়ে যায় ।