ETV Bharat / state

পূর্বস্থলীতে যুবতির অস্বাভাবিক মৃত্যু, আটক স্বামী - গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

যুবতির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ স্বামী-সহ তিনজনকে আটক করেছে পুলিশ ।

unnatural death of a housewife in Purbasthali
পূর্বস্থলী
author img

By

Published : Aug 10, 2020, 9:43 PM IST

পূর্বস্থলী, 10 অগাস্ট: পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের দক্ষিণবাটি গ্রামে আত্মহত্যা করলেন এক যুবতি ৷ শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় স্বামী সহ তিনজনকে আটক করেছে পুলিশ ৷

বছর চারেক আগে দক্ষিণ বাটি গ্রামের মোহিত প্রামাণিকের সঙ্গে নদিয়ার মাজদিয়ার রিঙ্কি প্রামাণিকের (19) বিয়ে হয় । তাঁদের দেড় বছরের এক সন্তান রয়েছে । গতরাতে শশুরবাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবতির । তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই ননদের সঙ্গে বনিবনা ছিল না রিঙ্কির ৷ তিনি ননদের সঙ্গে কথা বলতেন না । এই কারণে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে হেনস্থা করতেন বলে অভিযোগ । শাশুড়ি, ননদ, স্বামী সকলে মিলে মানসিক নির্যাতন চালাত । অত্যাচার সহ্য করতে না পেরেই রিঙ্কি আত্মহত্যা করেছে বলে অভিযোগ ৷ রবিবার রাতেও স্বামীর সঙ্গে রিঙ্কির বচসা হয় । এর কিছুক্ষণ পর ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান শ্বশুরবাড়ির সদস্যরা ।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । ঘটনায় স্বামী সহ তিনজনকে আটক করেছে পুলিশ ।

পূর্বস্থলী, 10 অগাস্ট: পূর্বস্থলীর সমুদ্রগড় পঞ্চায়েতের দক্ষিণবাটি গ্রামে আত্মহত্যা করলেন এক যুবতি ৷ শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় স্বামী সহ তিনজনকে আটক করেছে পুলিশ ৷

বছর চারেক আগে দক্ষিণ বাটি গ্রামের মোহিত প্রামাণিকের সঙ্গে নদিয়ার মাজদিয়ার রিঙ্কি প্রামাণিকের (19) বিয়ে হয় । তাঁদের দেড় বছরের এক সন্তান রয়েছে । গতরাতে শশুরবাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবতির । তাঁর বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই ননদের সঙ্গে বনিবনা ছিল না রিঙ্কির ৷ তিনি ননদের সঙ্গে কথা বলতেন না । এই কারণে শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে হেনস্থা করতেন বলে অভিযোগ । শাশুড়ি, ননদ, স্বামী সকলে মিলে মানসিক নির্যাতন চালাত । অত্যাচার সহ্য করতে না পেরেই রিঙ্কি আত্মহত্যা করেছে বলে অভিযোগ ৷ রবিবার রাতেও স্বামীর সঙ্গে রিঙ্কির বচসা হয় । এর কিছুক্ষণ পর ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান শ্বশুরবাড়ির সদস্যরা ।

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । ঘটনায় স্বামী সহ তিনজনকে আটক করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.