ETV Bharat / state

TMC Leader Shot Dead: কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন - তৃণমূল কংগ্রেস

বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল নেতা দুলাল শেখ চায়ের দোকানে বসেছিলেন ৷ তখনই তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ (TMC Leader Shot Dead) ৷

TMC Leader Shot Dead
TMC Leader Shot Dead
author img

By

Published : Jan 12, 2023, 3:05 PM IST

Updated : Jan 12, 2023, 4:24 PM IST

কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন

কেতুগ্রাম (পূর্ব বর্ধমান), 12 জানুয়ারি: প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Shot Dead) । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে জানা গিয়েছে । তাঁর নাম দুলাল শেখ (45) । বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আমগরিয়া এলাকায় ।

কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি । অন্যদিকে বিজেপির দাবি, কাটমানি খাওয়া নিয়ে কিংবা বালির কারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে ।

কীভাবে খুন: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল শেখের বাড়ি কেতুগ্রামের রতনপুর পীরতলা এলাকায় । তিনি তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী। তাঁর বালির ব্যবসা আছে । সেই সঙ্গে তিনি ঠিকাদারিও করতেন । এদিন সকালের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । কেতুগ্রামের আমগড়িয়ার কাছে একটা বাজারের চায়ের দোকানে বসে চা খেতে খেতে গল্পগুজব করছিলেন । সেই সময় কেউ বা কারা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন । সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ । রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে এই খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ।

বিজেপির অভিযোগ: তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি । তবে বিজেপির দাবি, ওই ব্যক্তির বালির কারবার ছিল । এছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কাটমানি খাওয়া নিয়ে যেভাবে নিজেদের মধ্যে লড়াই চলছে, তাতে রাজ্যজুড়ে একের পর এক খুনের ঘটনা ঘটছে । পুলিশের বিষয়টি তদন্ত করে দেখা উচিত ।

বিজেপি (BJP) নেতা কৃষ্ণ ঘোষ বলেন, ‘‘কেতুগ্রাম 1 ব্লকের আমগড়িয়া এলাকায় তৃণমূল কর্মী খুন হয়েছেন । শুধু কেতুগ্রাম নয় সারা বাংলা জুড়ে কাটমানি খাওয়ার ঘটনা ঘটছে । যিনি খুন হয়েছেন, তাঁর বালির ব্যবসা ছিল । নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছে । না হলে প্রকাশ্য দিবালোকে কেউ কাউকে গুলি মেরে পালিয়ে গেল, সেটা হয় নাকি ! ওদের গোষ্ঠীর মধ্যেই কোনও গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটতে পারে । যেকোনও মৃত্যুই দুঃখজনক । ঘটনার তদন্ত হওয়া উচিত ।’’

আরও পড়ুন: বর্ধমান জেলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 7, উদ্ধার পাইপগান ও গুলি

কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন

কেতুগ্রাম (পূর্ব বর্ধমান), 12 জানুয়ারি: প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে এক ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা (TMC Leader Shot Dead) । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে জানা গিয়েছে । তাঁর নাম দুলাল শেখ (45) । বৃহস্পতিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আমগরিয়া এলাকায় ।

কেতুগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে বিষয়টি নিয়ে কেউ কোনও মন্তব্য করেনি । অন্যদিকে বিজেপির দাবি, কাটমানি খাওয়া নিয়ে কিংবা বালির কারবার নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে ।

কীভাবে খুন: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুলাল শেখের বাড়ি কেতুগ্রামের রতনপুর পীরতলা এলাকায় । তিনি তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মী। তাঁর বালির ব্যবসা আছে । সেই সঙ্গে তিনি ঠিকাদারিও করতেন । এদিন সকালের দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান । কেতুগ্রামের আমগড়িয়ার কাছে একটা বাজারের চায়ের দোকানে বসে চা খেতে খেতে গল্পগুজব করছিলেন । সেই সময় কেউ বা কারা এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন । সেখানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ । রাজনৈতিক নাকি ব্যক্তিগত কারণে এই খুনের ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ ।

বিজেপির অভিযোগ: তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি । তবে বিজেপির দাবি, ওই ব্যক্তির বালির কারবার ছিল । এছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কাটমানি খাওয়া নিয়ে যেভাবে নিজেদের মধ্যে লড়াই চলছে, তাতে রাজ্যজুড়ে একের পর এক খুনের ঘটনা ঘটছে । পুলিশের বিষয়টি তদন্ত করে দেখা উচিত ।

বিজেপি (BJP) নেতা কৃষ্ণ ঘোষ বলেন, ‘‘কেতুগ্রাম 1 ব্লকের আমগড়িয়া এলাকায় তৃণমূল কর্মী খুন হয়েছেন । শুধু কেতুগ্রাম নয় সারা বাংলা জুড়ে কাটমানি খাওয়ার ঘটনা ঘটছে । যিনি খুন হয়েছেন, তাঁর বালির ব্যবসা ছিল । নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিশ্চয়ই কোনও সমস্যা হয়েছে । না হলে প্রকাশ্য দিবালোকে কেউ কাউকে গুলি মেরে পালিয়ে গেল, সেটা হয় নাকি ! ওদের গোষ্ঠীর মধ্যেই কোনও গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটতে পারে । যেকোনও মৃত্যুই দুঃখজনক । ঘটনার তদন্ত হওয়া উচিত ।’’

আরও পড়ুন: বর্ধমান জেলায় আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 7, উদ্ধার পাইপগান ও গুলি

Last Updated : Jan 12, 2023, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.