বর্ধমান, 19 এপ্রিল: কোরোনা চিকিৎসা সংক্রান্ত পরিষেবা নিয়ে জেলায় কোনও সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখতে বর্ধমানে এলেন উপজাতি উন্নয়ন দপ্তরের সচিব রাজেশ সিনহা। পুলিশ, জেলার অন্য প্রশাসনিক কর্তা ও পৌর কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন তিনি।
কোরোনা আক্রান্তদের চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান জেলায় দু'টি কোরোনা নিরাময় কেন্দ্র তৈরি হয়েছে। বর্ধমান শহর লাগোয়া গাংপুরের কাছে একটি এবং আর একটি গোদা এলাকায় । তবে এখনও পর্যন্ত গাংপুরের কাছে কোরোনা নিরাময় কেন্দ্রটিতেই সংক্রমণ সন্দেহে আসা রোগীদের চিকিৎসা চলছে। এক্ষেত্রে জেলায় কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না এবং আরও কী কী প্রয়োজন রয়েছে সে সব নিয়েই আজ পুলিশ, অন্য প্রশাসনিক কর্তা ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন উপজাতি উন্নয়ন দপ্তরের সচিব রাজেশ সিনহা। রোগীদের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুবিধা-অসুবিধারও খোঁজ নেন তিনি । বর্তমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত কয়েকটি বিষয়ে পৌরসভার আধিকারিকদের সঙ্গেও তাঁর আলোচনা হয়।
রাজেশ সিনহা বলেন, "কোরোনা পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা ঠিক আছে কি না তা খতিয়ে দেখতেই আজকের বৈঠক। রোগী ও স্বাস্থ্য কর্মীদের সুবিধা-অসুবিধা নিয়েও আজকের বৈঠকে আলোচনা হয়েছে।"