ETV Bharat / state

Pregnant Woman Accident: লাইনে পড়ে ছটফট করছে অন্তঃসত্ত্বা, উপর দিয়ে চলে গেল ট্রেন; ভিডিয়ো ভাইরাল - ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল গর্ভবতী মহিলার

ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু গর্ভবতী কিশোরীর ৷ দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল ৷ দুর্ঘটনার পর কিছুক্ষণ বেঁচে থাকলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

Etv Bharat
কালীনগর স্টেশনে দুর্ঘটনায় মৃত্যু গর্ভবতী কিশোরীর
author img

By

Published : May 17, 2023, 9:12 PM IST

দুর্ঘটনার মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিয়ো

কালনা, 17 মে: রেললাইন পারাপার করছিল এক অন্তঃসত্ত্বা কিশোরী । সেই সময় ট্রেনের ধাক্কায় তার একটা পা বাদ যায়। রক্তাক্ত অবস্থায় সে রেললাইনের তলায় পড়ে ছিল ৷ ওই অবস্থাতেই তার উপর দিয়ে চলে যায় ট্রেন । পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় । মৃত কিশোরীর নাম রুমাইয়া খাতুন (17)।তিনি চারমাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে । পূর্ব বর্ধমানের কাটোয়া-ব্যান্ডেল লাইনের কালীনগর হল্টের ঘটনা ।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক কিশোরী ট্রেনের তলায় পড়ে আছে । তার উপর দিয়ে একটা ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে । ট্রেনটি চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সে রেললাইনে রক্তাক্ত অবস্থায় ছটফট করে । কিন্তু রেলের তরফে কিংবা সাধারণ মানুষ কেউ তাকে সাহায্যের হাত বাড়িতে দেয়নি । পরে রেলপুলিশ উদ্ধার করে তাকে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে রুমাইয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিল । ঘটনার দিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রেললাইনে ঝাঁপ দেয় । এরপর তার পা কেটে যায় । যদিও পরিবারের তরফে কেউ আত্মহত্যার কথা মানতে রাজি হননি । তাদের দাবি, কারওর সঙ্গে কোনও অশান্তি ছিল না রুমাইয়ার । তাহলে সে আত্মহত্যা করতে যাবে কেন ?

মৃতের কাকা ইসরাফুল শেখ বলেন, "হঠাৎ খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি ভাইঝি রুমাইয়া মারা গিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল জানি না । সে চারমাসের অন্তঃসত্ত্বা ছিল । শুনেছি ট্রেনের ধাক্কায় পা বাদ যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সে রেললাইনেই পড়ে ছিল । কিছুটা আগে যদি কেউ বা কারা সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে তার প্রাণটা হয়তো বা বেঁচে যেত ।" রেলসূত্রে জানা গিয়েছে, সমুদ্রগড় স্টেশনে ট্রেনের গার্ড খবর দেয় একটা দেহ পড়ে আছে । খবর পেয়ে রেল ওই কিশোরীর দেহ তুলে নিয়ে যায় ।

আরও পড়ুন : ট্রেন থেকে পড়েও প্রাণে রক্ষা মাঝবয়সি ব্যক্তির, ভাইরাল পুরুলিয়া স্টেশনের ভিডিয়ো

দুর্ঘটনার মুহূর্তের ভাইরাল হওয়া ভিডিয়ো

কালনা, 17 মে: রেললাইন পারাপার করছিল এক অন্তঃসত্ত্বা কিশোরী । সেই সময় ট্রেনের ধাক্কায় তার একটা পা বাদ যায়। রক্তাক্ত অবস্থায় সে রেললাইনের তলায় পড়ে ছিল ৷ ওই অবস্থাতেই তার উপর দিয়ে চলে যায় ট্রেন । পরে গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় । মৃত কিশোরীর নাম রুমাইয়া খাতুন (17)।তিনি চারমাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে । পূর্ব বর্ধমানের কাটোয়া-ব্যান্ডেল লাইনের কালীনগর হল্টের ঘটনা ।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক কিশোরী ট্রেনের তলায় পড়ে আছে । তার উপর দিয়ে একটা ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে । ট্রেনটি চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সে রেললাইনে রক্তাক্ত অবস্থায় ছটফট করে । কিন্তু রেলের তরফে কিংবা সাধারণ মানুষ কেউ তাকে সাহায্যের হাত বাড়িতে দেয়নি । পরে রেলপুলিশ উদ্ধার করে তাকে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কারণে রুমাইয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিল । ঘটনার দিন সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে রেললাইনে ঝাঁপ দেয় । এরপর তার পা কেটে যায় । যদিও পরিবারের তরফে কেউ আত্মহত্যার কথা মানতে রাজি হননি । তাদের দাবি, কারওর সঙ্গে কোনও অশান্তি ছিল না রুমাইয়ার । তাহলে সে আত্মহত্যা করতে যাবে কেন ?

মৃতের কাকা ইসরাফুল শেখ বলেন, "হঠাৎ খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি ভাইঝি রুমাইয়া মারা গিয়েছে । কীভাবে এই ঘটনা ঘটল জানি না । সে চারমাসের অন্তঃসত্ত্বা ছিল । শুনেছি ট্রেনের ধাক্কায় পা বাদ যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সে রেললাইনেই পড়ে ছিল । কিছুটা আগে যদি কেউ বা কারা সাহায্যের হাত বাড়িয়ে দিত তাহলে তার প্রাণটা হয়তো বা বেঁচে যেত ।" রেলসূত্রে জানা গিয়েছে, সমুদ্রগড় স্টেশনে ট্রেনের গার্ড খবর দেয় একটা দেহ পড়ে আছে । খবর পেয়ে রেল ওই কিশোরীর দেহ তুলে নিয়ে যায় ।

আরও পড়ুন : ট্রেন থেকে পড়েও প্রাণে রক্ষা মাঝবয়সি ব্যক্তির, ভাইরাল পুরুলিয়া স্টেশনের ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.