বর্ধমান, 18 এপ্রিল : কোরোনা আক্রান্ত সন্দেহে বর্ধমানের হাসপাতালে ভরতি হলেন 12 জন ৷ তাদের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে ৷ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে বলা হয়েছে, এখনও পর্যন্ত কোরোনা হাসপাতালে মোট 31 জন ভরতি আছেন ।
বর্ধমানের কোরোনা হাসপাতালে নতুন করে 12 জনকে ভরতি করা হল । বর্তমানে পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত সন্দেহে রোগীর সংখ্যা বাড়ছে ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে । প্রশাসনের বুলেটিনে বলা হয়েছে, গতকাল সকাল 7 টা থেকে আজ সকাল 7 টা পর্যন্ত মোট 17 জনকে ভরতি করা হয়েছে । এর আগে গতকাল সকাল পর্যন্ত সেখানে ভরতি ছিলেন 22 জন । গত 24 ঘন্টায় ভরতি হয়েছেন 12 জন ৷ সূত্রের খবর, বর্ধমানের কোরোনা হাসপাতাল থেকে কোরোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে । বর্তমানে সেখানে ভরতি আছেন মোট 31 জন ।
প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ওই 31 জনের মধ্যে 20 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । বাকি 11 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে । এর আগে যাদের নমুনা পাঠানো হয়েছিল সব রিপোর্টই নেগেটিভ এসেছে ।