ETV Bharat / state

আগামীকাল কালনায় আদিত্যনাথ, নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যে SPG - kalna

আগামীকাল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে BJP প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে আসছেন উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সভাকে সফল করতে প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের। নিরাপত্তা খতিয়ে দেখতে SPG-র প্রতিনিধি দল আজ সভাস্থান পরিদর্শনে আসেন।

কালনায় সভাস্থান পরিদর্শনে SPG
author img

By

Published : Apr 21, 2019, 11:47 PM IST

কালনা, 21 এপ্রিল: আগামীকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালনার ধাত্রীগ্রামে। যোগী আদিত্যনাথের জনসভাকে সফল করে তুলতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না জেলা BJP-র কর্মকর্তারা । আজ উত্তরাখণ্ডের BJP মন্ত্রী রাজেশ কুমারকে পাশে বসিয়ে কালনায় সাংবাদিক বৈঠক করলেন BJP-র জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । সকলকে যোগী আদিত্যনাথের র‌্যালিতে অংশগ্রহণের জন্য আবেদন জানান তিনি । সেইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোমবারের জনসভায় রেকর্ড ভিড় হবে ।"

তিনি আরও বলেন, "বাংলার সাধারণ মানুষ তৃণমূলের বিপক্ষে রায় দেবে । উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পেতে মানুষ BJP-কে চাইছেন । গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস তৃণমূল চালিয়েছে এইবারই তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ ।" অন্যদিকে আজ BJP-র মন্ত্রী রাজেশ কুমার বলেন,"পাঁচদিন ধরে আমি এখানে রয়েছি । আমাদের কার্যকর্তারা যেভাবে আয়োজন করেছে তার ফলে ব্যাপক ভিড় হবে যোগীজির সভায় । বাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন । BJP প্রার্থীদের জয়ের পর আর তা হবে না ।" যদিও সোমবার যোগীর জনসভার পাশাপাশি ওই একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলীর জামালপুরে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা । তাই তৃণমূল নেতৃত্বের দাবি সোমবার তাদের জনসভাতেই জনতার ভিড় উপচে পড়বে । আগামীকাল দুই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে দুই শিবিরের প্রস্তুতি তুঙ্গে।

যোগীর জনসভার মঞ্চের কাছে হেলিপ্যাড তৈরির বিষয়টি খতিয়ে দেখতে দফায় দফায় ওই স্থান পরিদর্শনে যান BJP প্রার্থী পরেশচন্দ্র দাস । এছাড়াও আজ উত্তরপ্রদেশ থেকে SPG-র একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশকে নিয়ে সভাস্থানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ।

কালনা, 21 এপ্রিল: আগামীকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালনার ধাত্রীগ্রামে। যোগী আদিত্যনাথের জনসভাকে সফল করে তুলতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না জেলা BJP-র কর্মকর্তারা । আজ উত্তরাখণ্ডের BJP মন্ত্রী রাজেশ কুমারকে পাশে বসিয়ে কালনায় সাংবাদিক বৈঠক করলেন BJP-র জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । সকলকে যোগী আদিত্যনাথের র‌্যালিতে অংশগ্রহণের জন্য আবেদন জানান তিনি । সেইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোমবারের জনসভায় রেকর্ড ভিড় হবে ।"

তিনি আরও বলেন, "বাংলার সাধারণ মানুষ তৃণমূলের বিপক্ষে রায় দেবে । উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পেতে মানুষ BJP-কে চাইছেন । গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস তৃণমূল চালিয়েছে এইবারই তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ ।" অন্যদিকে আজ BJP-র মন্ত্রী রাজেশ কুমার বলেন,"পাঁচদিন ধরে আমি এখানে রয়েছি । আমাদের কার্যকর্তারা যেভাবে আয়োজন করেছে তার ফলে ব্যাপক ভিড় হবে যোগীজির সভায় । বাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন । BJP প্রার্থীদের জয়ের পর আর তা হবে না ।" যদিও সোমবার যোগীর জনসভার পাশাপাশি ওই একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলীর জামালপুরে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা । তাই তৃণমূল নেতৃত্বের দাবি সোমবার তাদের জনসভাতেই জনতার ভিড় উপচে পড়বে । আগামীকাল দুই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে দুই শিবিরের প্রস্তুতি তুঙ্গে।

যোগীর জনসভার মঞ্চের কাছে হেলিপ্যাড তৈরির বিষয়টি খতিয়ে দেখতে দফায় দফায় ওই স্থান পরিদর্শনে যান BJP প্রার্থী পরেশচন্দ্র দাস । এছাড়াও আজ উত্তরপ্রদেশ থেকে SPG-র একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশকে নিয়ে সভাস্থানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ।

Intro:কালনায় আসছেন যোগী আদিত্যনাথ , উত্তরপ্রদেশ থেকে এল এসপিজির প্রতিনিধি দল
সন্তোষ দাস, কালনা

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে কালনার ধাত্রীগ্রামে যোগী আদিত্যনাথের জনসভাকে সফল করে তুলতে খামতি রাখছে না বিজেপি ।সেই লক্ষ্যেই জনসভার আগের দিন উত্তরাখন্ডের বিজেপির মন্ত্রী রাজেশ কুমারকে পাশে বসিয়ে কালনায় সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ।তিনি এই বৈঠক থেকেই যোগী আদিত্যনাথের ঐতিহাসিক রালিতে তিনি সকলকে অংশগ্রহন করার জন্য আবেদন জানান।এর পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,‘ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোমবারের জনসভায় রেকর্ড ভিড় হবে,মানুষের ভিড় উপচে পড়বে।Body:এই জনসভা থেকেই বাংলার সাধারণ মানুষ তৃণমূলের বিপক্ষে রায় দেবে।উন্নয়নের স্বার্থে,সন্ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পেতে মানুষ বিজেপিকে চাইছেন।গত পন্চায়েত নির্বাচণে যে সন্ত্রাস তৃণমূল চালিয়েছে এইবারই তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ।’অন্যদিকে বিজেপির মন্ত্রী রাজেশ কুমার বলেন,‘পাঁচদিন ধরে আমি এখানে রয়েছি।আমাদের কার্যকর্তারা যেভাবে আয়োজন করেছে তার ফলে ব্যাপক ভিড় হবে যোগিজীর সভায়।এই বাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে সাধারণ মানুষ বন্চিত হচ্ছেন এই লোকসভা নির্বাচণে বিজেপির প্রার্থীদের জয়ের পর আর তা হবে না।’যদিও সোমবার যোগী আদিত্যনাথের জনসভার পাশাপাশি কয়েক কিলোমিটার দূরে একই লোকসভা কেন্দ্রে পূর্বস্থলীর জামালপুরে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা।তাই তৃণমূল নেতৃত্বের দাবি সোমবার তাদের জনসভাতেই ভিড় উপচে পড়বে।স্বাভাবিক কারণেই আজ দুই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে দুই শিবিরই যে তাদের ফুলকে ফোটানোর চেষ্টা করবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
Conclusion:কালনার ধাত্রীগ্রামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচণী জনসভার মন্চ থেকে হেলিপ্যাড তৈরীর বিষয় খতিয়ে দেখতে দফায় দফায় ওই স্থান পরিদর্শনে যান বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস,উত্তরাখন্ড থেকে আসা বিজেপির মন্ত্রী রাজেশ কুমারেরা। এছাড়াও এইদিন উত্তরপ্রদেশ থেকে এসপিজির(ষ্পেশাল প্রোটেকশন গ্রুপ)একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে নির্বাচণী জনসভা স্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.