কালনা, 21 এপ্রিল: আগামীকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালনার ধাত্রীগ্রামে। যোগী আদিত্যনাথের জনসভাকে সফল করে তুলতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না জেলা BJP-র কর্মকর্তারা । আজ উত্তরাখণ্ডের BJP মন্ত্রী রাজেশ কুমারকে পাশে বসিয়ে কালনায় সাংবাদিক বৈঠক করলেন BJP-র জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । সকলকে যোগী আদিত্যনাথের র্যালিতে অংশগ্রহণের জন্য আবেদন জানান তিনি । সেইসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বলেন, "ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোমবারের জনসভায় রেকর্ড ভিড় হবে ।"
তিনি আরও বলেন, "বাংলার সাধারণ মানুষ তৃণমূলের বিপক্ষে রায় দেবে । উন্নয়নের স্বার্থে ও সন্ত্রাসের বাতাবরণ থেকে মুক্তি পেতে মানুষ BJP-কে চাইছেন । গত পঞ্চায়েত নির্বাচনে যে সন্ত্রাস তৃণমূল চালিয়েছে এইবারই তার যোগ্য জবাব দেবে সাধারণ মানুষ ।" অন্যদিকে আজ BJP-র মন্ত্রী রাজেশ কুমার বলেন,"পাঁচদিন ধরে আমি এখানে রয়েছি । আমাদের কার্যকর্তারা যেভাবে আয়োজন করেছে তার ফলে ব্যাপক ভিড় হবে যোগীজির সভায় । বাংলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন । BJP প্রার্থীদের জয়ের পর আর তা হবে না ।" যদিও সোমবার যোগীর জনসভার পাশাপাশি ওই একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলীর জামালপুরে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভা । তাই তৃণমূল নেতৃত্বের দাবি সোমবার তাদের জনসভাতেই জনতার ভিড় উপচে পড়বে । আগামীকাল দুই মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে দুই শিবিরের প্রস্তুতি তুঙ্গে।
যোগীর জনসভার মঞ্চের কাছে হেলিপ্যাড তৈরির বিষয়টি খতিয়ে দেখতে দফায় দফায় ওই স্থান পরিদর্শনে যান BJP প্রার্থী পরেশচন্দ্র দাস । এছাড়াও আজ উত্তরপ্রদেশ থেকে SPG-র একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশকে নিয়ে সভাস্থানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ।