ETV Bharat / state

Didir Suraksha Kavach: দিদির দূতদের ঘিরে বিক্ষোভ অব্যাহত, বিধায়ককে গ্রামে ঢুকতে বাধা - দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘিরে ক্ষোভ

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় গলসির বিধায়ক নেপাল ঘোড়ুইকে (Galsi MLA Nepal Ghorui) ৷ শনিবার পূর্ব বর্ধমানের গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে গিয়েছিলেন তিনি ৷

ETV Bharat
গ্রামবাসীদের ক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক
author img

By

Published : Jan 14, 2023, 8:01 PM IST

গ্রামবাসীদের ক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক

গলসি, 14 জানুয়ারি: অব্যাহত 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে 'দিদির দূত'দের ঘিরে বিক্ষোভ অব্যাহত ৷ বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 গরগনা, নদিয়ার বিভিন্ন এলাকার পর এবার প্রায় একইরকম চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের গলসিতে ৷ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে 3 দিন হল শুরু হয়েছে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি ৷ নির্দেশ মতো রাজ্যের শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা বেরিয়েছেন বিভিন্ন জেলা সফরে ৷ আম জনতার বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা ৷

সেইমতো শনিবার পূর্ব বর্ধমানের গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই (TMC MLA of Galsi Nepal Ghorui) ৷ তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, 2021 বিধানসভা নির্বাচনে জেতার পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি ৷ এছাড়াও আবাস যোজনার বাড়ি, গ্রামের রাস্তাঘাট বেহাল, পানীয় জলের সমস্যা নিয়েও রয়েছে হাজারো অভিযোগ ৷ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়েও অভিযোগ (protest during Didir Suraksha Kavach)৷

এত অভিযোগের কোনও সুরাহা না-হওয়ায় বিধায়ককে হাতের নাগালে পেয়ে এদিন বিক্ষোভ দেখান জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা ৷ উগড়ে দেন নিজেদের ক্ষোভ ৷ তাঁকে কার্যত গ্রামে ঢুকতেই বাধা দেওয়া হয় এদিন ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের একাংশের অভিযোগ গ্রামে যে বিধায়ক আসবেন সেকথা গ্রাম পঞ্চায়েতের সদস্যকেই জানানো হয়নি । এমনকি ওই গ্রামের তৃণমূল কর্মীদের কাছেও বিধায়কের কর্মসূচি নিয়ে কোন খবর ছিল না (Nepal Ghorui faces protest) ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

প্রাক্তন পঞ্চায়েতের সদস্য মন্টু রায় বলেন, "আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত । আজ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে বিধায়ককে বাধা দিই । পরে বিধায়ক সেখানে গেলেও কোনও বৈঠক হয়নি । আমাদের দাবি বিধায়ককে সকলকে নিয়ে চলতে হবে ।" যদিও তাঁকে ঘিরে বিক্ষোভের কথা নামতে চাননি বিধায়ক নেপাল ঘোড়ুই ৷ তিনি বলেন, "কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি । গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আমরা সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করব ৷"

গ্রামবাসীদের ক্ষোভের মুখে গলসির তৃণমূল বিধায়ক

গলসি, 14 জানুয়ারি: অব্যাহত 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে 'দিদির দূত'দের ঘিরে বিক্ষোভ অব্যাহত ৷ বীরভূম, পুরুলিয়া, উত্তর 24 গরগনা, নদিয়ার বিভিন্ন এলাকার পর এবার প্রায় একইরকম চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের গলসিতে ৷ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে 3 দিন হল শুরু হয়েছে 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি ৷ নির্দেশ মতো রাজ্যের শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা বেরিয়েছেন বিভিন্ন জেলা সফরে ৷ আম জনতার বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা ৷

সেইমতো শনিবার পূর্ব বর্ধমানের গলসির কুরকুবা গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুরে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় গলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই (TMC MLA of Galsi Nepal Ghorui) ৷ তাঁর বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, 2021 বিধানসভা নির্বাচনে জেতার পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি ৷ এছাড়াও আবাস যোজনার বাড়ি, গ্রামের রাস্তাঘাট বেহাল, পানীয় জলের সমস্যা নিয়েও রয়েছে হাজারো অভিযোগ ৷ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান নিয়েও অভিযোগ (protest during Didir Suraksha Kavach)৷

এত অভিযোগের কোনও সুরাহা না-হওয়ায় বিধায়ককে হাতের নাগালে পেয়ে এদিন বিক্ষোভ দেখান জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা ৷ উগড়ে দেন নিজেদের ক্ষোভ ৷ তাঁকে কার্যত গ্রামে ঢুকতেই বাধা দেওয়া হয় এদিন ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের একাংশের অভিযোগ গ্রামে যে বিধায়ক আসবেন সেকথা গ্রাম পঞ্চায়েতের সদস্যকেই জানানো হয়নি । এমনকি ওই গ্রামের তৃণমূল কর্মীদের কাছেও বিধায়কের কর্মসূচি নিয়ে কোন খবর ছিল না (Nepal Ghorui faces protest) ।

আরও পড়ুন: 'সুরক্ষা কবচ' চাইতে গিয়ে 'দিদির দূতে'র হাতে চড় খেলেন যুবক !

প্রাক্তন পঞ্চায়েতের সদস্য মন্টু রায় বলেন, "আমরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত । আজ স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতে বিধায়ককে বাধা দিই । পরে বিধায়ক সেখানে গেলেও কোনও বৈঠক হয়নি । আমাদের দাবি বিধায়ককে সকলকে নিয়ে চলতে হবে ।" যদিও তাঁকে ঘিরে বিক্ষোভের কথা নামতে চাননি বিধায়ক নেপাল ঘোড়ুই ৷ তিনি বলেন, "কোনও বিক্ষোভের ঘটনা ঘটেনি । গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আমরা সেইসব সমস্যা সমাধানের চেষ্টা করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.