ETV Bharat / state

বর্ধমানে জলযোগ কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব - জলযোগ কর্মসূচি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব

নির্দেশ অনুযায়ী জলযোগ কর্মসূচি করার কথা ছিল বিধায়কের । কিন্তু জেলা পরিষদের সদস্য সেই কর্মসূচি করায় ক্ষোভ উগড়ে দিলেন বর্ধমান উত্তরের বিধায়ক ।

TMC inner clash
তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব
author img

By

Published : Mar 13, 2020, 3:18 AM IST

Updated : Mar 13, 2020, 6:54 AM IST

বর্ধমান, 13 মার্চ : নেতাজি ইনডোর স্টেডিয়ামে 2 মার্চ (সোমবার) জেলায় জেলায় জলযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই বর্ধমানে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ।

গতকাল হাটগোবিন্দপুরে এই জলযোগ কর্মসূচির আয়োজন করেন জেলা পরিষদের সদস্য নুরুল হোসেন । কিন্তু এই কর্মসূচি একমাত্র বিধায়করাই করবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে বলে দাবি করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক । তারপর নুরুল হোসেনের এই কাজকে অবৈধ বলে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । বলেন, "এই কাজ সম্পূর্ণ অবৈধ । এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান থানার IC-কে জানিয়েছি । আমাদের সরকার এই কাজ কোনওমতেই মেনে নেবে না ।"

জলযোগ কর্মসূচিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনায় নুরুল হোসেন বক্তব্য, তিনি কোনও অন্যায় করেননি । নির্দেশিকায় কর্মসূচি বিধায়করাই করবে- এরকম কোনও কিছুর উল্লেখ ছিল না । বরং বলা হয়েছে, দলের গুরুত্বপূর্ণ সদস্যরাই এই জলযোগ কর্মসূচি করবে ।

বর্ধমান, 13 মার্চ : নেতাজি ইনডোর স্টেডিয়ামে 2 মার্চ (সোমবার) জেলায় জেলায় জলযোগ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই বর্ধমানে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ।

গতকাল হাটগোবিন্দপুরে এই জলযোগ কর্মসূচির আয়োজন করেন জেলা পরিষদের সদস্য নুরুল হোসেন । কিন্তু এই কর্মসূচি একমাত্র বিধায়করাই করবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে বলে দাবি করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক । তারপর নুরুল হোসেনের এই কাজকে অবৈধ বলে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি । বলেন, "এই কাজ সম্পূর্ণ অবৈধ । এই বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান থানার IC-কে জানিয়েছি । আমাদের সরকার এই কাজ কোনওমতেই মেনে নেবে না ।"

জলযোগ কর্মসূচিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনায় নুরুল হোসেন বক্তব্য, তিনি কোনও অন্যায় করেননি । নির্দেশিকায় কর্মসূচি বিধায়করাই করবে- এরকম কোনও কিছুর উল্লেখ ছিল না । বরং বলা হয়েছে, দলের গুরুত্বপূর্ণ সদস্যরাই এই জলযোগ কর্মসূচি করবে ।

Last Updated : Mar 13, 2020, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.