ভাতার, 1 জানুয়ারি : জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মারামারিতে উত্তেজনা ছড়ালা পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। ঘটনায় ছয় জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশিরভাগই মহিলা। দুই পক্ষই বিষয়টি নিয়ে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার ঝুঝকোডাঙ্গা গ্রামের বাউড়ি পাড়ায় জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে ঝামেলা বেধে যায়। এর পরেই দু'পক্ষর মধ্যে হাতাহাতি হতেই ইটপাটকেল ছােড়াছুঁড়ি শুরু হয়। ঘটনায় ছয় জন আহত হয়েছেন। বিজেপির অভিযোগ ওই গ্রামে দুই যুবক জয় শ্রীরাম বলায় গ্রামের কয়েকজন তাঁদের গালিগালাজ করতে শুরু করেন। এরপর তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন: মণীশ শুক্লা খুনে 10 জনের নামে চার্জশিট জমা দিল সিআইডি
যদিও তৃণমূল কংগ্রেসের অভিযােগ এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করার সময় বিজেপির লোকেরা তাদের উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের কর্মীদের উপর হামলা চালায়। গ্রামের লােকজন রুখে দাঁড়ালে ঝামেলা শুরু হয়। দুই পক্ষই ভাতার থানায় অভিযােগ দায়ের করেছে।