ETV Bharat / state

Sushil Kumar Modi: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, বর্ধমানের তৃণমূল নেত্রী পরিচয়ে চিঠি প্রেরকের - সুশীল মোদি

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদিকে (Sushil Kumar Modi) খুনের হুমকি ৷ চিঠির প্রেরক নিজেকে পূর্ব বর্ধমানের বাসিন্দা ও স্থানীয় তৃণমূল নেত্রী বলে দাবি করেছেন (life threat to Sushil Kumar Modi) ৷

Sushil Kumar Modi
ETV Bharat
author img

By

Published : Sep 20, 2022, 7:56 PM IST

Updated : Sep 20, 2022, 9:47 PM IST

বর্ধমান, 20 সেপ্টেম্বর : বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীলকুমার মোদিকে (Sushil Kumar Modi) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ সুশীল মোদি নিজে এই হুমকি চিঠির কথা জানিয়েছেন (life threat to Sushil Kumar Modi) ৷ চিঠির প্রেরক হিসেবে নাম রয়েছে চম্পা সোম ওরফে সোমার ৷ তিনি নিজেকে পূর্ব বর্ধমানের তৃণমূল নেত্রী বলে দাবি করেছেন ৷

ইতিমধ্যেই খুনের হুমকির এই বিষয়টি পটনার শীর্ষ পুলিশ আধিকারিকদের জানিয়েছেন সুশীল মোদি (former Deputy CM of Bihar Sushil Kumar Modi) ৷ স্পিড পোস্টে সুশীলের বাড়ির ঠিকানায় এই চিঠিটি পাঠানো হয় ৷ চিঠিতে একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে ৷ সুশীল মোদির দাবি, সেই চিঠিতে বলা হয়েছে 'আমি একজন তৃণমূল কংগ্রেসের নেতা । আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিদিনে ভারতের প্রধানমন্ত্রী হবেন । আপনি নরেন্দ্র মোদির এবং অমিত শাহের পোষ্য ৷ কিছুদিনের মধ্যেই আপনাকে খুন করা হবে ।'

আরও পড়ুন: মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির, টুইট মালব্যর

ইংরেজিতে টাইপ করা ওই চিঠির স্পিড পোস্টে প্রেরক হিসেবে চম্পা সোম ওরফে সোমার নাম লেখা আছে (threat letter to Sushil Kumar Modi) । তার ঠিকানা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলার । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি তাদের জানা নেই ৷

তবে যে মহিলার বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, চম্পা সোম নামে সেই মহিলা অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি চক্রান্ত করা হচ্ছে ৷ তিনি সুশীল মোদি নামে কাউকে চেনেন না ৷ রাজনীতির সঙ্গেও যুক্ত নন ৷ সুদীপ্ত রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন মহিলা ৷ তবে ফোন নম্বরটি তাঁর বলেই স্বীকার করেছেন মহিলা ৷

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

তাঁর কথায়, "আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আমি ইংরাজি জানি না । ইংরাজিতে চিঠি লিখে হুমকি দেব কী করে ! এছাড়া আমি সুশীল মোদি নামে কাউকে চিনিও না । আমি আদালতে সামান্য কাজ করি । সুদীপ্ত রায় নামে এক ব্যক্তি আমাদের অনেকেই বিরুদ্ধেই এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে । তাই তাঁকেই সন্দেহ হয় ।" বিষয়টি তিনি পুলিশে জানাবেন বলেও দাবি করেছেন ওই মহিলা ৷

বর্ধমান, 20 সেপ্টেম্বর : বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীলকুমার মোদিকে (Sushil Kumar Modi) খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ৷ সুশীল মোদি নিজে এই হুমকি চিঠির কথা জানিয়েছেন (life threat to Sushil Kumar Modi) ৷ চিঠির প্রেরক হিসেবে নাম রয়েছে চম্পা সোম ওরফে সোমার ৷ তিনি নিজেকে পূর্ব বর্ধমানের তৃণমূল নেত্রী বলে দাবি করেছেন ৷

ইতিমধ্যেই খুনের হুমকির এই বিষয়টি পটনার শীর্ষ পুলিশ আধিকারিকদের জানিয়েছেন সুশীল মোদি (former Deputy CM of Bihar Sushil Kumar Modi) ৷ স্পিড পোস্টে সুশীলের বাড়ির ঠিকানায় এই চিঠিটি পাঠানো হয় ৷ চিঠিতে একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে ৷ সুশীল মোদির দাবি, সেই চিঠিতে বলা হয়েছে 'আমি একজন তৃণমূল কংগ্রেসের নেতা । আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিদিনে ভারতের প্রধানমন্ত্রী হবেন । আপনি নরেন্দ্র মোদির এবং অমিত শাহের পোষ্য ৷ কিছুদিনের মধ্যেই আপনাকে খুন করা হবে ।'

আরও পড়ুন: মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির, টুইট মালব্যর

ইংরেজিতে টাইপ করা ওই চিঠির স্পিড পোস্টে প্রেরক হিসেবে চম্পা সোম ওরফে সোমার নাম লেখা আছে (threat letter to Sushil Kumar Modi) । তার ঠিকানা দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলার । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি তাদের জানা নেই ৷

তবে যে মহিলার বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, চম্পা সোম নামে সেই মহিলা অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি চক্রান্ত করা হচ্ছে ৷ তিনি সুশীল মোদি নামে কাউকে চেনেন না ৷ রাজনীতির সঙ্গেও যুক্ত নন ৷ সুদীপ্ত রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন মহিলা ৷ তবে ফোন নম্বরটি তাঁর বলেই স্বীকার করেছেন মহিলা ৷

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি

তাঁর কথায়, "আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । আমি ইংরাজি জানি না । ইংরাজিতে চিঠি লিখে হুমকি দেব কী করে ! এছাড়া আমি সুশীল মোদি নামে কাউকে চিনিও না । আমি আদালতে সামান্য কাজ করি । সুদীপ্ত রায় নামে এক ব্যক্তি আমাদের অনেকেই বিরুদ্ধেই এইভাবে ফাঁসানোর চেষ্টা করছে । তাই তাঁকেই সন্দেহ হয় ।" বিষয়টি তিনি পুলিশে জানাবেন বলেও দাবি করেছেন ওই মহিলা ৷

Last Updated : Sep 20, 2022, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.