বর্ধমান, 8 নভেম্বর : বড় দুর্ঘটনা এড়াল বর্ধমান স্টেশন । আজ বিকেল 4টে নাগাদ ট্রেন ধরতে গিয়ে আহত হন কয়েকজন । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়েছেন 12 থেকে 15 জন । তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । এদিকে রেল কর্তৃপক্ষ পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছে । তাঁদের বক্তব্য, ফুট ওভারব্রিজ থেকে কয়েকজন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন পূর্বা এক্সপ্রেস দাঁড়ায় । অন্যদিকে চার নম্বর প্লাটফর্ম থেকে তখন বর্ধমান-পুরুলিয়া লোকাল ছেড়ে যাচ্ছিল । একদিকে পূর্বা এক্সপ্রেস থেকে নামা যাত্রীরা সিঁড়ি দিয়ে ফুট ব্রীজে ওঠার চেষ্টা করে, অন্যদিকে পুরুলিয়া লোকাল ধরার জন্য যাত্রীরা উপর থেকে নিচে নামতে চেষ্টা করে ।
ফুটব্রিজের সিঁড়ির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । বেশ কয়েকজন ভিড়ের মধ্যে পড়ে গেলে পদপিষ্ট হয় । যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । আবার কেউ কেউ নিজেদের বাঁচাতে সিঁড়ি থেকে নিচে লাফ দেয় । খবর পেয়ে রেলপুলিশ চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যায় ।
প্ল্যাটফর্মে এত বেশি যাত্রী ছিল যে পুলিশ সামাল দিতে পারেনি । যাত্রীরাই আহতদের উদ্ধারে হাত লাগায় । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । যাত্রীদের বক্তব্য, দু'টো ট্রেন একসঙ্গে পাশাপাশি প্ল্যাটফর্মে একই সময়ে চলায় এই দুর্ঘটনা ঘটেছে । তবে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ।
যদিও বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার স্বপন অধিকারী যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছেন । তিনি জানান, পুরুলিয়া লোকাল এবং পূর্বা এক্সপ্রেস ধরার জন্য হড়োহুড়িতে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় । বেশ কয়েকজন লাফ দেওয়ার চেষ্টা করলে অল্পবিস্তর আহত হয়েছে ।