ETV Bharat / state

সাঁতরাগাছির আতঙ্ক ফেরাল বর্ধমান , মৃত্যু এড়ালেন যাত্রীরা - Barddhaman rail way station

দুর্ঘটনা এড়াল বর্ধমান স্টেশন । আজ বিকেল ট্রেন ধরতে দিয়ে আহত হন বেশ কয়েক জন । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়েছেন 12 থেকে 15 জন ।

বর্ধমান
author img

By

Published : Nov 8, 2019, 6:57 PM IST

Updated : Nov 8, 2019, 11:49 PM IST

বর্ধমান, 8 নভেম্বর : বড় দুর্ঘটনা এড়াল বর্ধমান স্টেশন । আজ বিকেল 4টে নাগাদ ট্রেন ধরতে গিয়ে আহত হন কয়েকজন । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়েছেন 12 থেকে 15 জন । তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । এদিকে রেল কর্তৃপক্ষ পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছে । তাঁদের বক্তব্য, ফুট ওভারব্রিজ থেকে কয়েকজন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন পূর্বা এক্সপ্রেস দাঁড়ায় । অন্যদিকে চার নম্বর প্লাটফর্ম থেকে তখন বর্ধমান-পুরুলিয়া লোকাল ছেড়ে যাচ্ছিল । একদিকে পূর্বা এক্সপ্রেস থেকে নামা যাত্রীরা সিঁড়ি দিয়ে ফুট ব্রীজে ওঠার চেষ্টা করে, অন্যদিকে পুরুলিয়া লোকাল ধরার জন্য যাত্রীরা উপর থেকে নিচে নামতে চেষ্টা করে ।

ফুটব্রিজের সিঁড়ির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । বেশ কয়েকজন ভিড়ের মধ্যে পড়ে গেলে পদপিষ্ট হয় । যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । আবার কেউ কেউ নিজেদের বাঁচাতে সিঁড়ি থেকে নিচে লাফ দেয় । খবর পেয়ে রেলপুলিশ চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যায় ।

প্ল্যাটফর্মে এত বেশি যাত্রী ছিল যে পুলিশ সামাল দিতে পারেনি । যাত্রীরাই আহতদের উদ্ধারে হাত লাগায় । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । যাত্রীদের বক্তব্য, দু'টো ট্রেন একসঙ্গে পাশাপাশি প্ল্যাটফর্মে একই সময়ে চলায় এই দুর্ঘটনা ঘটেছে । তবে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ।

যদিও বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার স্বপন অধিকারী যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছেন । তিনি জানান, পুরুলিয়া লোকাল এবং পূর্বা এক্সপ্রেস ধরার জন্য হড়োহুড়িতে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় । বেশ কয়েকজন লাফ দেওয়ার চেষ্টা করলে অল্পবিস্তর আহত হয়েছে ।

বর্ধমান, 8 নভেম্বর : বড় দুর্ঘটনা এড়াল বর্ধমান স্টেশন । আজ বিকেল 4টে নাগাদ ট্রেন ধরতে গিয়ে আহত হন কয়েকজন । প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়েছেন 12 থেকে 15 জন । তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । এদিকে রেল কর্তৃপক্ষ পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছে । তাঁদের বক্তব্য, ফুট ওভারব্রিজ থেকে কয়েকজন লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন পূর্বা এক্সপ্রেস দাঁড়ায় । অন্যদিকে চার নম্বর প্লাটফর্ম থেকে তখন বর্ধমান-পুরুলিয়া লোকাল ছেড়ে যাচ্ছিল । একদিকে পূর্বা এক্সপ্রেস থেকে নামা যাত্রীরা সিঁড়ি দিয়ে ফুট ব্রীজে ওঠার চেষ্টা করে, অন্যদিকে পুরুলিয়া লোকাল ধরার জন্য যাত্রীরা উপর থেকে নিচে নামতে চেষ্টা করে ।

ফুটব্রিজের সিঁড়ির মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । বেশ কয়েকজন ভিড়ের মধ্যে পড়ে গেলে পদপিষ্ট হয় । যাত্রীরা আতঙ্কে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । আবার কেউ কেউ নিজেদের বাঁচাতে সিঁড়ি থেকে নিচে লাফ দেয় । খবর পেয়ে রেলপুলিশ চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যায় ।

প্ল্যাটফর্মে এত বেশি যাত্রী ছিল যে পুলিশ সামাল দিতে পারেনি । যাত্রীরাই আহতদের উদ্ধারে হাত লাগায় । আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । যাত্রীদের বক্তব্য, দু'টো ট্রেন একসঙ্গে পাশাপাশি প্ল্যাটফর্মে একই সময়ে চলায় এই দুর্ঘটনা ঘটেছে । তবে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত ।

যদিও বর্ধমান স্টেশনের স্টেশন মাস্টার স্বপন অধিকারী যাত্রীদের পদপিষ্ট হওয়ার ঘটনা অস্বীকার করেছেন । তিনি জানান, পুরুলিয়া লোকাল এবং পূর্বা এক্সপ্রেস ধরার জন্য হড়োহুড়িতে যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হয় । বেশ কয়েকজন লাফ দেওয়ার চেষ্টা করলে অল্পবিস্তর আহত হয়েছে ।

Intro:ট্রেন ধরতে গিয়ে বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত আট, আতংকিত যাত্রীরা

পুলক যশ, বর্ধমান

বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত হলেন আট জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যাত্রীদের দাবি আহতের সংখ্যা ১২ থেকে ১৫ জন। তবে রেল সূত্রে জানানো হয়েছে পদপিষ্টের কোনো ঘটনা ঘটেনি। ঠেলাঠেলি করতে গিয়ে প্রচন্ড ভিড়ে কয়েকজন ফুট ওভারব্রিজের সিঁড়ি থেকে লাফিয়ে নামার চেষ্টা করলে অল্পবিস্তর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে বর্ধমান স্টেশনে বিকেলের দিকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ডাউন পূর্বা এক্সপ্রেসের এসে দাঁড়ায়। অন্যদিকে চার নম্বর প্লাটফর্ম থেকে বর্ধমান পুরুলিয়া লোকাল ছেড়ে যাওয়ার কথা। একদিকে তখন পূর্বা এক্সপ্রেসের যাত্রীরা সিঁড়ি দিয়ে ফুট ব্রীজে ওঠার চেষ্টা করে, অন্যদিকে পুরুলিয়া লোকাল ধরার জন্য যাত্রীরা উপর থেকে নিচে নামতে চেষ্টা করে। এর ফলে সিঁড়ির মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। ফলে বেশ কয়েকজন ভিড়ের মধ্যে পড়ে গেলে পদপিষ্ট হয়। ফলে যাত্রীরা আতংকে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। আবার কেউ কেউ নিজেদের বাঁচাতে সিঁড়ি থেকে নিচে লাফ দেয়। খবর পেয়ে রেলপুলিশ ওই প্লাটফর্মে যায়। কিন্তু তারা প্লাটফর্মে এত বেশি যাত্রী ছিল যে পুলিশ প্রথমে সামাল দিতে পারেনি। এর মধ্যে যাত্রীদের মধ্যে কেউ কেউ অন্য যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগায়। পরে আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রীদের দাবি যেভাবে দুখানা ট্রেন একসঙ্গে পাশাপাশি প্ল্যাটফর্মে একই সময়ে চলে এদিন পদপিষ্ট হয়ে অনেকেই আহত হন।তবে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারতো। যদিও বর্ধমান স্টেশনের স্টেশনমাস্টার স্বপন অধিকারী বলেন পদপিষ্টের কোনো ঘটনা ঘটেনি। পুরুলিয়া লোকাল এবং পূর্বা এক্সপ্রেস ধরার জন্য যাত্রীরা হুড়োহুড়ি করতে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। বেশ কয়েকজন লাফ দেওয়ার চেষ্টা করলে অল্পবিস্তর আহত হয়। এখনো পর্যন্ত আট জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।Body:ট্রেন ধরতে গিয়ে বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত আট, আতংকিত যাত্রীরাConclusion:ট্রেন ধরতে গিয়ে বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে আহত আট, আতংকিত যাত্রীরা
Last Updated : Nov 8, 2019, 11:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.