কালনা, 15 অগাস্ট : 1930 সাল । মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন । মাস্টারদার সহযোগী হিসেবে যেসব বিপ্লবীরা সেদিন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন তার মধ্যে ছিলেন উপেন্দ্রনাথ পালও । পরবর্তীকালে উপেন্দ্রনাথ পাল হয়ে ওঠেন স্বামী নিত্যগৌরবানন্দ অবধূত মহারাজ । কালনা শহরে তিনি গড়ে তোলেন জ্ঞানানন্দ মঠ ।
এই সংক্রান্ত আরও খবর : তিন বাহিনীর সমন্বয়ে নতুন পদ চিফ অফ ডিফেন্স স্টাফ, ঘোষণা প্রধানমন্ত্রীর
কালনা তখন ঘন জঙ্গলে ঢাকা । ওই জঙ্গলেই তিনি জ্ঞানানন্দ মঠ গড়ে তুলেছিলেন । সেই মঠে শুরু হয় বিপ্লবীদের আনাগোনা । রাতে বসত গোপন বৈঠক । জ্ঞানানন্দ মঠ বিপ্লবীদের আখড়ায় পরিণত হয় । আসতেন মাস্টারদা সূর্য সেন, বটুকেশ্বর দত্তসহ অন্য বিপ্লবীরা ।
মাস্টারদা সূর্য সেনের সঙ্গে সম্পর্কের সূত্র ধরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে পরিচয় হয় উপেন্দ্রনাথের । নেতাজি এই মঠে আসতেন ৷ মঠে রাত্রিবাসও করে গেছেন । তিনি যে চেয়ারে বসতেন, যে খাটে ঘুমোতেন, সেই খাট-চেয়ার আজও যত্নের সঙ্গে রক্ষণাবেক্ষণ করছেন আশ্রমের মহারাজরা ।
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের সন্ন্যাসীগণ বন্দেমাতরম মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকাকে দেবীর আসনে বসিয়েছিলেন । সন্ন্যাসীদের আন্দোলনে উল্লেখযোগ্য ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ । বর্ধমান জেলায় যেসব সন্ন্যাসীদের নাম স্বাধীনতা সংগ্রামে উঠে আসে তাঁদের মধ্যে গৌরবানন্দ অবধূত মহারাজ অন্যতম । মাত্র কুড়ি বছর বয়সে উপেন্দ্রনাথ পাল উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান । যেহেতু তাঁর জন্ম হয়েছিল পূর্ববঙ্গের বরিশাল জেলায় । তাঁর সঙ্গে প্রথম থেকেই যোগাযোগ ছিল মাস্টারদা সূর্য সেনের । মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোগী হিসেবে অংশ নেন ।
আর্থিক সমস্যার জেরে মঠের পরিকাঠামো এখন ভেঙে পড়েছে ৷ বর্তমানে আশ্রমের মহারাজ নিত্য প্রেমানন্দ অবধূত বলেন, আগামী দিনে ওই মঠে নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত মিউজ়িয়াম তৈরি সহ নানা পরিকল্পনা রয়েছে ৷ কিন্তু আর্থিক সংকটের কারণে তাঁরা কোনও কাজই করতে পারছেন না ।
ইতিমধ্যেই তাঁরা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের কাছে সরকারি সাহায্যের জন্য আবেদন করেছেন । সরকারি সাহায্য পেলে আগামী দিনে তাঁরা নিজেদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন ।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ওই আশ্রমে তিনি গিয়েছিলেন । নেতাজির স্মৃতিবিজড়িত আশ্রমের কী ভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন ।