ETV Bharat / state

আবর্জনা পরিষ্কার নিয়ে বচসা ! ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার - Son Killed Father

Son Killed Father:ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার ৷ বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তৈরি হয় অশান্তির বাতাবরণ ৷ এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে ছেলে ৷ বাবা-ছেলের ঝগড়া শুরু হয় ৷ সেখান থেকেই ঘটে বিপত্তি ৷ বাপন মাজিকে খুনের অভিযোগে ছেলে কালী মাজিকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Son Killed His Father in Burdwan
ছেলের লাঠির ঘায়ে মৃত্যু বাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 8:32 PM IST

ভাতার, 8 ডিসেম্বর: বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্য়ে অশান্তি। আর সেই অশান্তি সামাল দিতে গিয়েই ঘটে গেল বিপত্তি ৷ ছেলের লাঠির ঘায়ে মৃত্যু হল বাবার । শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বামুনাড়া গ্রামে । মৃত ব্যক্তির নাম বাপন মাজি । বয়স 43 বছর ৷ বাপন মাজিকে খুনের অভিযোগে ছেলে কালী মাজিকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপন মাজি পেশায় দিনমজুর । স্ত্রী, ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার । কালী রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত । মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । শুক্রবার বাড়ির আবর্জনা পরিস্কার করা নিয়ে বাপন মাজির সঙ্গে তাঁর স্ত্রী চম্পা মাজির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় । এরপরেই স্বামী-স্ত্রীর মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ।

তখন কালী ঝামেলা থামাতে এলে বাবার ছেলের মধ্যে ঝগড়া শুরু হয় । প্রতিবেশীরা ছুটে এসে বাবা ছেলেকে সরিয়ে দেয় । তখনকার মতো ঝগড়া থেমে যায় । এর কিছুক্ষণ পরে ফের বাবা-ছেলের ঝগড়া শুরু হয় ৷ বাপন একটা বঁটি নিয়ে তাঁর ছেলে কালীর দিকে তেড়ে যান । সেই সময় কালী একটা লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই জ্ঞান হারায় বাপন মাজি । তিনি সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । পুলিশ কালীকে গ্রেফতার করেছে ।

স্থানীয় বাসিন্দা রবি ধারা বলেন, "বাড়ির আবর্জনা ফেলা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি চলছিল । আমি তাদের সরিয়ে দিই । কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বঁটি দিয়ে মারতে যাচ্ছিলেন । তাঁকে আটকাতে পাড়ার এক মহিলা ছুটে যায় । সেই সময় ছেলে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে । বাপন সেখানেই লুটিয়ে পড়ে । তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।" ভাতার থানার পুলিশ জানিয়েছে, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন:

  1. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  2. টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে !
  3. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের

ভাতার, 8 ডিসেম্বর: বাড়ির আবর্জনা পরিষ্কার করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্য়ে অশান্তি। আর সেই অশান্তি সামাল দিতে গিয়েই ঘটে গেল বিপত্তি ৷ ছেলের লাঠির ঘায়ে মৃত্যু হল বাবার । শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার বামুনাড়া গ্রামে । মৃত ব্যক্তির নাম বাপন মাজি । বয়স 43 বছর ৷ বাপন মাজিকে খুনের অভিযোগে ছেলে কালী মাজিকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপন মাজি পেশায় দিনমজুর । স্ত্রী, ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল তাঁর সংসার । কালী রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত । মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । শুক্রবার বাড়ির আবর্জনা পরিস্কার করা নিয়ে বাপন মাজির সঙ্গে তাঁর স্ত্রী চম্পা মাজির মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় । এরপরেই স্বামী-স্ত্রীর মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ।

তখন কালী ঝামেলা থামাতে এলে বাবার ছেলের মধ্যে ঝগড়া শুরু হয় । প্রতিবেশীরা ছুটে এসে বাবা ছেলেকে সরিয়ে দেয় । তখনকার মতো ঝগড়া থেমে যায় । এর কিছুক্ষণ পরে ফের বাবা-ছেলের ঝগড়া শুরু হয় ৷ বাপন একটা বঁটি নিয়ে তাঁর ছেলে কালীর দিকে তেড়ে যান । সেই সময় কালী একটা লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে । ঘটনাস্থলেই জ্ঞান হারায় বাপন মাজি । তিনি সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । পুলিশ কালীকে গ্রেফতার করেছে ।

স্থানীয় বাসিন্দা রবি ধারা বলেন, "বাড়ির আবর্জনা ফেলা নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি চলছিল । আমি তাদের সরিয়ে দিই । কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বঁটি দিয়ে মারতে যাচ্ছিলেন । তাঁকে আটকাতে পাড়ার এক মহিলা ছুটে যায় । সেই সময় ছেলে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে । বাপন সেখানেই লুটিয়ে পড়ে । তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।" ভাতার থানার পুলিশ জানিয়েছে, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন:

  1. রোজ এসে জ্বালাতন করত, বিরক্ত হয়ে 8 বছরের নাবালিকাকে খুন প্রতিবেশী কিশোরের !
  2. টলিউডে কাজের টোপ দিয়ে একাধিকবার ঘনিষ্ঠ, পরে নির্জনে নিয়ে গিয়ে গাড়িতে গণধর্ষণ তরুণীকে !
  3. পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ, দেড় মাসের শিশুকে পিটিয়ে হত্যা মায়ের প্রেমিকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.