ETV Bharat / state

Jamalpur News : বর্ধমানে একই প্রকল্পের দু'বার উদ্বোধন, তবে কি আর্থিক তছরূপ ? - বর্ধমানে একই প্রকল্পের দুবার উদ্বোধন

প্রকল্প একটাই ৷ একবার উদ্বোধন হওয়ার পর আড়াই বছর পর ফের উদ্বোধন (same water project has been inaugurated twice at jamalpur) ৷ তাহলে কি নেপথ্যে আর্থিক তছরূপ ? জামালপুরের এই ঘটনায় উঠছে প্রশ্ন ৷

jamalpur
জামালপুর
author img

By

Published : Apr 18, 2022, 11:06 PM IST

জামালপুর, 18 এপ্রিল : আড়াই বছর আগে শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন হয়েছিল । আবার সেই প্রকল্পের উদ্বোধন করা হল ৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার জামালপুর (Jamalpur News) 1 নং পঞ্চায়েত ৷ দ্বিতীয়বারের এই উদ্বোধন নিয়েই উঠছে একাধিক প্রশ্ন (same water project has been inaugurated twice at jamalpur)৷

মেমারি-তারকেশ্বর রোডের ধারে রয়েছে বিপত্তারিনী মন্দির । সেই রাস্তার একপাশেই 2019 সালের 22 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যানার ঝুলিয়ে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান । পরে ফলক লাগিয়ে সেখানে জল প্রকল্পের খরচ 3 লক্ষ 30 হাজার টাকা-সহ সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নামও লেখা হয় ৷ অথচ এখন দেখা যাচ্ছে সেই ফলকের উদ্বোধনের তারিখ এবং কোন তহবিলের টাকা থেকে এই খরচ করা হয়েছিল তা বদল করে দেওয়া হয়েছে । আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

jamalpur
প্রায় আড়াই বছর আগে উদ্বোধন হওয়ার ব্যানার
স্থানীয় বাসিন্দা অলোক কুমার ঘোষ জানান, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ালা সংসদে প্রায় আড়াই বছর আগে একটা জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল । পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ ব্যয় করা হয় । সেকথা ফলকে লেখাও ছিল । হঠাৎ এতদিন পর সেই ফলক রাতারাতি পাল্টে গিয়েছে । ফলে প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, কেন পাল্টে ফেলা হল ফলকের লেখা ৷ তবে কি আর্থিক তছরূপের ঘটনা রয়েছে এর মধ্যে ? চুপিসাড়ে ফলকে লেখা তথ্য মুছে দেওয়া হয়েছে । এরপর নতুন অর্ডার পাশ করে সেই টাকা খরচ করে অর্থ তছরূপ করা হয়েছে ।

যদিও বিষয়টি নিয়ে পঞ্চায়েতের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

jamalpur
এই সেই জলপ্রকল্পে নির্মিত ঘর

আরও পড়ুন : Student Died by Suicide : বাড়িতে রং করা নিয়ে মনোমালিন্য, বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্রী

জামালপুর, 18 এপ্রিল : আড়াই বছর আগে শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন হয়েছিল । আবার সেই প্রকল্পের উদ্বোধন করা হল ৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার জামালপুর (Jamalpur News) 1 নং পঞ্চায়েত ৷ দ্বিতীয়বারের এই উদ্বোধন নিয়েই উঠছে একাধিক প্রশ্ন (same water project has been inaugurated twice at jamalpur)৷

মেমারি-তারকেশ্বর রোডের ধারে রয়েছে বিপত্তারিনী মন্দির । সেই রাস্তার একপাশেই 2019 সালের 22 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যানার ঝুলিয়ে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান । পরে ফলক লাগিয়ে সেখানে জল প্রকল্পের খরচ 3 লক্ষ 30 হাজার টাকা-সহ সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের নামও লেখা হয় ৷ অথচ এখন দেখা যাচ্ছে সেই ফলকের উদ্বোধনের তারিখ এবং কোন তহবিলের টাকা থেকে এই খরচ করা হয়েছিল তা বদল করে দেওয়া হয়েছে । আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

jamalpur
প্রায় আড়াই বছর আগে উদ্বোধন হওয়ার ব্যানার
স্থানীয় বাসিন্দা অলোক কুমার ঘোষ জানান, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাড়ালা সংসদে প্রায় আড়াই বছর আগে একটা জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল । পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের জন্য অর্থ ব্যয় করা হয় । সেকথা ফলকে লেখাও ছিল । হঠাৎ এতদিন পর সেই ফলক রাতারাতি পাল্টে গিয়েছে । ফলে প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, কেন পাল্টে ফেলা হল ফলকের লেখা ৷ তবে কি আর্থিক তছরূপের ঘটনা রয়েছে এর মধ্যে ? চুপিসাড়ে ফলকে লেখা তথ্য মুছে দেওয়া হয়েছে । এরপর নতুন অর্ডার পাশ করে সেই টাকা খরচ করে অর্থ তছরূপ করা হয়েছে ।

যদিও বিষয়টি নিয়ে পঞ্চায়েতের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

jamalpur
এই সেই জলপ্রকল্পে নির্মিত ঘর

আরও পড়ুন : Student Died by Suicide : বাড়িতে রং করা নিয়ে মনোমালিন্য, বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ছাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.