ETV Bharat / state

Road Accident: মোটরভ্যানে ধাক্কা লরির, জাতীয় সড়কে দু'টি পথ দুর্ঘটনায় মৃত 5 - পথ দুর্ঘটনায় মৃত্যু দুজনের

শনিবার ভোরে বেঘোরে প্রাণ হারালেন 2 যাত্রী ৷ বর্ধমানের মীরছোবায় জাতীয় সড়কে একটি মোটর ভ্যানকে ধাক্কা মারে লরি ৷ পুলিশের বিরুদ্ধে দেরিতে ঘটনাস্থলে আসার অভিযোগ উঠেছে ৷ ঘটনাস্থলে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের ৷

Road Accident in National Highway
জাতীয় সড়কে পথ দুর্ঘটনা
author img

By

Published : Apr 8, 2023, 1:22 PM IST

Updated : Apr 8, 2023, 3:52 PM IST

বর্ধমান, 8 এপ্রিল: পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ৷ শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে 2 নং জাতীয় সড়কের মীরছোবা এলাকায় ৷ মৃতদেহ দু'টি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই একজন মারা যান । আরেকজনের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে একটি লরি আরেকটি মোটর ভ্যানের পিছন দিক থেকে ধাক্কা মারে ৷ মোটর ভ্যানে থাকা চারজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে ৷

স্থানীয় বাসিন্দারা পুলিশকে ফোন করলেও প্রথমে যোগাযোগ করতে পারেনি ৷ ফলে পুলিশের আসতে অনেক দেরি হয়ে যায় ৷ এরই মধ্যে ওই দু'জনের মৃত্যু হয় ৷ স্বভাবত, এই পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তারা জাতীয় সড়কের উপরে ট্রাক, ডাম্পার থেকে টাকা তুলতে ব্যস্ত থাকে ৷ এক্ষেত্রে দিনে-রাতে পুলিশকে না ডাকলেও তাদের দেখা পাওয়া যায় ৷ কিন্তু প্রয়োজনে পুলিশের দেখা মেলে না ৷ শনিবার সকালে পুলিশের দেরিতে আসার কারণেই দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করে এলাকাবাসী ৷

ভোরের দিকে যখন দুর্ঘটনা ঘটে সেই সময় আহতদের নিয়ে যাওয়ার জন্য কোনও টোটো কিংবা মোটরভ্যান- কিছু পাওয়া যায়নি ৷ এর ফলে দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে থাকেন তাঁরা ৷ পরে ঘটনাস্থলে বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ গিয়েছে দু'জনের ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 2 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷

স্থানীয় বাসিন্দা শেখ রিন্টু বলেন, "ভোরে নমাজ পড়ার পরে দুর্ঘটনার খবর পাই ৷ গিয়ে দেখি, একটি মোটর ভ্যানের পিছনে লরি ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে ৷ মোটর ভ্যানটি থেকে চারজন রাস্তায় ছিটকে পড়েন ৷ পুলিশকে ফোন করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি ৷ ফোনের লাইন কাটা আছে বলে শোনা যাচ্ছিল ৷ এদিকে পুলিশ আসতে অনেকক্ষণ দেরি করে ৷ আর আহতদের হাসপাতালে পাঠাতে দেরি হয়ে যায় ৷ অথচ জাতীয় সড়কের ধারে পুলিশ ভ্যানগুলো লরি, ট্রাকের কাছ থেকে টাকা তুলতে ব্যস্ত থাকে ৷ এদিকে কোনও ঘটনা ঘটলে দরকারের সময় পুলিশকে পাওয়া যায় না ৷ ওই সময় আহতরা প্রাণ বাঁচানোর জন্য আকুতি করছিলেন ৷ অথচ সেই সময় মোটর ভ্যান কথা কিংবা টোটো, কিছু পাওয়া যায়নি ৷ ফলে দুজনের মৃত্যু হল ৷"

অন্যদিকে সদরঘাট সেতুতে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় এক নারী ও তার ছেলে মারা গিয়েছেন। নিহতরা হলেন বাগলি কিস্কু (40) এবং তাঁর ছেলে আশিম কিস্কু (23)।

আরও পড়ুন: দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে তুলকালাম আসানসোলে, জাতীয় সড়ক অবরোধ

বর্ধমান, 8 এপ্রিল: পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ৷ শনিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে 2 নং জাতীয় সড়কের মীরছোবা এলাকায় ৷ মৃতদেহ দু'টি উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ সেখানেই একজন মারা যান । আরেকজনের অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে একটি লরি আরেকটি মোটর ভ্যানের পিছন দিক থেকে ধাক্কা মারে ৷ মোটর ভ্যানে থাকা চারজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে ৷

স্থানীয় বাসিন্দারা পুলিশকে ফোন করলেও প্রথমে যোগাযোগ করতে পারেনি ৷ ফলে পুলিশের আসতে অনেক দেরি হয়ে যায় ৷ এরই মধ্যে ওই দু'জনের মৃত্যু হয় ৷ স্বভাবত, এই পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ পুলিশের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, তারা জাতীয় সড়কের উপরে ট্রাক, ডাম্পার থেকে টাকা তুলতে ব্যস্ত থাকে ৷ এক্ষেত্রে দিনে-রাতে পুলিশকে না ডাকলেও তাদের দেখা পাওয়া যায় ৷ কিন্তু প্রয়োজনে পুলিশের দেখা মেলে না ৷ শনিবার সকালে পুলিশের দেরিতে আসার কারণেই দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি করে এলাকাবাসী ৷

ভোরের দিকে যখন দুর্ঘটনা ঘটে সেই সময় আহতদের নিয়ে যাওয়ার জন্য কোনও টোটো কিংবা মোটরভ্যান- কিছু পাওয়া যায়নি ৷ এর ফলে দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে থাকেন তাঁরা ৷ পরে ঘটনাস্থলে বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ গিয়েছে দু'জনের ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 2 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ৷

স্থানীয় বাসিন্দা শেখ রিন্টু বলেন, "ভোরে নমাজ পড়ার পরে দুর্ঘটনার খবর পাই ৷ গিয়ে দেখি, একটি মোটর ভ্যানের পিছনে লরি ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে ৷ মোটর ভ্যানটি থেকে চারজন রাস্তায় ছিটকে পড়েন ৷ পুলিশকে ফোন করা হলেও ফোনে যোগাযোগ করা যায়নি ৷ ফোনের লাইন কাটা আছে বলে শোনা যাচ্ছিল ৷ এদিকে পুলিশ আসতে অনেকক্ষণ দেরি করে ৷ আর আহতদের হাসপাতালে পাঠাতে দেরি হয়ে যায় ৷ অথচ জাতীয় সড়কের ধারে পুলিশ ভ্যানগুলো লরি, ট্রাকের কাছ থেকে টাকা তুলতে ব্যস্ত থাকে ৷ এদিকে কোনও ঘটনা ঘটলে দরকারের সময় পুলিশকে পাওয়া যায় না ৷ ওই সময় আহতরা প্রাণ বাঁচানোর জন্য আকুতি করছিলেন ৷ অথচ সেই সময় মোটর ভ্যান কথা কিংবা টোটো, কিছু পাওয়া যায়নি ৷ ফলে দুজনের মৃত্যু হল ৷"

অন্যদিকে সদরঘাট সেতুতে মোটরসাইকেলকে ট্রাকের ধাক্কায় এক নারী ও তার ছেলে মারা গিয়েছেন। নিহতরা হলেন বাগলি কিস্কু (40) এবং তাঁর ছেলে আশিম কিস্কু (23)।

আরও পড়ুন: দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে তুলকালাম আসানসোলে, জাতীয় সড়ক অবরোধ

Last Updated : Apr 8, 2023, 3:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.