ETV Bharat / state

জনসাধারণের এখনই খুলছে না বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির - Purba burdwan corona

জনসাধারণের জন্য এখনই খুলছে না বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির। কোরোনা মোকাবিলায় রাজ্যের অনেক জায়গায় মন্দির বন্ধ রয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।

Purba burdwan  Sarbomongola mandir will not open in fifth lockdown
জনসাধারণের এখনই খুলছে না বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির
author img

By

Published : Jun 1, 2020, 7:39 PM IST

বর্ধমান, 1জুন: জনসাধারণের জন্য এখনই খুলছে না বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির। বিধিনিষেধ মেনে ধর্মস্থান খোলার অনুমতি দিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। সেইমতো বর্ধমান জেলার অন্যান্য ধর্মস্থানের মতো সর্বমঙ্গলা মন্দিরেও শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির , রথযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে মন্দির বন্ধেরও মেয়াদ বাড়ালো মন্দির কর্তৃপক্ষ ।

লকডাউনের শুরু থেকেই সর্বমঙ্গলা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বাতিল করা হয় নববর্ষ, অক্ষয় তৃতীয়া সহ অন্যান্য অনুষ্ঠানও। শুধুমাত্র মায়ের নিত্যপূজা করা হচ্ছে মন্দিরে। রাজ্য সরকার ঘোষণা করে 1 জুন থেকে রাজ্যের ধর্মস্থানগুলো খোলার যাবে। কিন্তু সেক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেইমতো সর্বমঙ্গলা মন্দির খোলারও চিন্তাভাবনা শুরু করে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির বন্ধ থাকছে। সেইমতো লকডাউন না ওঠা পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, 1 জুন থেকে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোরোনা সংক্রমণের কারণে রাজ্যের অনেক জায়গায় মন্দির বন্ধ রাখা হচ্ছে। এমনকি রথযাত্রা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে পঞ্চম দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পরেই মন্দিরের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বর্ধমান, 1জুন: জনসাধারণের জন্য এখনই খুলছে না বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দির। বিধিনিষেধ মেনে ধর্মস্থান খোলার অনুমতি দিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। সেইমতো বর্ধমান জেলার অন্যান্য ধর্মস্থানের মতো সর্বমঙ্গলা মন্দিরেও শুরু হয়েছিল প্রস্তুতি। কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ায় রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির , রথযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে মন্দির বন্ধেরও মেয়াদ বাড়ালো মন্দির কর্তৃপক্ষ ।

লকডাউনের শুরু থেকেই সর্বমঙ্গলা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বাতিল করা হয় নববর্ষ, অক্ষয় তৃতীয়া সহ অন্যান্য অনুষ্ঠানও। শুধুমাত্র মায়ের নিত্যপূজা করা হচ্ছে মন্দিরে। রাজ্য সরকার ঘোষণা করে 1 জুন থেকে রাজ্যের ধর্মস্থানগুলো খোলার যাবে। কিন্তু সেক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হবে বলেও জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেইমতো সর্বমঙ্গলা মন্দির খোলারও চিন্তাভাবনা শুরু করে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু কোরোনা ভাইরাস সংক্রমণের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দির বন্ধ থাকছে। সেইমতো লকডাউন না ওঠা পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন, 1 জুন থেকে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কোরোনা সংক্রমণের কারণে রাজ্যের অনেক জায়গায় মন্দির বন্ধ রাখা হচ্ছে। এমনকি রথযাত্রা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণে পঞ্চম দফার লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পরেই মন্দিরের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.