ETV Bharat / state

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ বর্ধমানে - বর্ধমানের খবর

পূর্ব বর্ধমানের জৌগ্রামে বর্ধমান-আরামবাগ সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার রাস্তা মেরামতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ৷ আজ স্থানীয় BJP সদস্য ও গ্রামবাসীরা মিলে জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়ে স্বারকলিপি দেন ।

Protests in Burdwan
নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে বিক্ষোভ বর্ধমানে
author img

By

Published : Jul 25, 2020, 1:04 AM IST

বর্ধমান, 24 জুলাই : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে অভিযোগ জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল গ্রামবাসীরা । পূর্ব বর্ধমানের জৌগ্রামে বর্ধমান-আরামবাগ সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা জিতু খাঁ রোড । বেশ কিছুদিন ধরেই এই রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয়েছে ৷

প্রায় দেড় কিলোমিটার ওই রাস্তাটির মেরামতের কাজ শুরু হয়েছিল । তারপর কিছুদিন কাজ বন্ধ থাকার পর পুনরায় রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয় । এলাকাবাসীর দাবি, প্রথমে যখন রাস্তা নির্মাণের কাজ হয়েছিল তখন যে ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, দ্বিতীয় দফার কাজের সময় সেই সামগ্রী ব্যবহার করা হচ্ছে না । অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে । অথচ এই ধরনের গুরুত্বপূর্ণ রাস্তা যেখান দিয়ে ভারি মাল বোঝাই গাড়ি যাতায়াত করবে সেখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করলে কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা ।

জৌগ্রামের পাঁচসিমলা রেলগেট থেকে মল্লিকপুর রেলগেট পর্যন্ত রয়েছে এই রাস্তাটি । এলাকার প্রায় দশটি গ্রাম এই রাস্তাটি ব্যবহার করে । আজ স্থানীয় BJP সদস্য ও গ্রামবাসীরা মিলে জেলা শাসকের কাছে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ জানিয়ে স্বারকলিপি দেন । এদিন তাঁরা রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখায় । কী ধরণের সামগ্রী ব্যাবহার করার চুক্তি হয়েছে তা প্রকাশ্যে জানানোর পরই রাস্তা তৈরি করতে দেবেন বলে দাবি করেন তাঁরা ।

বর্ধমান, 24 জুলাই : নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বলে অভিযোগ জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল গ্রামবাসীরা । পূর্ব বর্ধমানের জৌগ্রামে বর্ধমান-আরামবাগ সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা জিতু খাঁ রোড । বেশ কিছুদিন ধরেই এই রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয়েছে ৷

প্রায় দেড় কিলোমিটার ওই রাস্তাটির মেরামতের কাজ শুরু হয়েছিল । তারপর কিছুদিন কাজ বন্ধ থাকার পর পুনরায় রাস্তাটির নির্মাণের কাজ শুরু হয় । এলাকাবাসীর দাবি, প্রথমে যখন রাস্তা নির্মাণের কাজ হয়েছিল তখন যে ধরনের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল, দ্বিতীয় দফার কাজের সময় সেই সামগ্রী ব্যবহার করা হচ্ছে না । অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে । অথচ এই ধরনের গুরুত্বপূর্ণ রাস্তা যেখান দিয়ে ভারি মাল বোঝাই গাড়ি যাতায়াত করবে সেখানে এত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করলে কিছুদিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা ।

জৌগ্রামের পাঁচসিমলা রেলগেট থেকে মল্লিকপুর রেলগেট পর্যন্ত রয়েছে এই রাস্তাটি । এলাকার প্রায় দশটি গ্রাম এই রাস্তাটি ব্যবহার করে । আজ স্থানীয় BJP সদস্য ও গ্রামবাসীরা মিলে জেলা শাসকের কাছে রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ জানিয়ে স্বারকলিপি দেন । এদিন তাঁরা রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখায় । কী ধরণের সামগ্রী ব্যাবহার করার চুক্তি হয়েছে তা প্রকাশ্যে জানানোর পরই রাস্তা তৈরি করতে দেবেন বলে দাবি করেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.