কালনা, 17 ডিসেম্বর : লাগাতার বৃষ্টি আর তারই জেরে কয়েক বিঘা জমিতে আলু চাষের ব্যাপক ক্ষতি ৷ অবসাদে আত্মঘাতী হলেন এক কৃষক। কালনার বিরুহা এলাকায় আত্মঘাতি আলুচাষির নাম মানিক শেখ (32)। পরিবারের দাবি, চড়া সুদে ঋণ নিয়ে 10-12 বিঘা জমিতে আলু চাষ করেছিলেন আত্মঘাতী ওই কৃষক। চলতি বছর ঘন ঘন নিম্নচাপ এবং তার জেরে মাত্রাতিরিক্ত বৃষ্টিতে 10-12 বিঘা জমির আলু নষ্ট হয়ে যায়। সেই অবসাদেই আত্মঘাতী হন তিনি (Potato farmer commits suicide in Kalna )।
স্থানীয় সূত্রে খবর, দিনকয়েক আগে নিম্নচাপের জেরে প্রচন্ড বৃষ্টির কারণে মানিক শেখের বিঘার পর বিঘা জমির আলু জলের তলায় চলে যায়। জল নামতেই দেখা যায় প্রায় সমস্ত আলুই নষ্ট হয়ে গিয়েছে। ঘটনায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শুক্রবার বাড়ির গোয়াল ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন : Farmer commits suicide : বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ! চন্দ্রকোনায় বিষ খেয়ে আত্মঘাতী কৃষক
আত্মঘাতী কৃষকের কাকা শেখ আলি জানান, সোনা বন্ধক রেখে ঋণ নিয়ে আলু চাষ করেছিল মানিক। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দশ থেকে বারো বিঘা জমির আলুর চাষে ব্যাপক ক্ষতি হয়। সেই ধাক্কা ও সহ্য করতে পারেনি। সকালে ও গোয়াল ঘরে কাজকর্ম করছিল। পরে সেখানেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। কালনা থানার পুলিশ এয়ে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।