ETV Bharat / state

বর্ধমানে টোটো ভাঙচুর ট্র্যাফিক OC-র, শোকজ় - বর্ধমানে টোটোতে ভাঙচুর উর্দিধারীর

কয়েকদিন আগে এক পুলিশ অফিসারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই পুলিশ অফিসার বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।

লাঠি চালাচ্ছে পুলিশ ।
author img

By

Published : Nov 19, 2019, 11:22 AM IST

Updated : Nov 19, 2019, 2:47 PM IST

বর্ধমান, 19 নভেম্বর : পরনে উর্দি ৷ মাথায় সাদা কাপড় বাঁধা আর হাতে লাঠি । একের পর এক টোটোতে ভাঙচুর চালাচ্ছেন । নিমেষের মধ্যে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয় । তারপরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে জেলাশাসকের কাছে বর্ধমান জেলা BJP নেতৃত্ব ডেপুটেশনও দেয় । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।

কয়েকদিন আগে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই ট্র্যাফিক OC বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । আর তাতে তাঁকে সাহায্য করছেন ঘটনাস্থানে উপস্থিত অন্য পুলিশকর্মীরা ।

ভিডিয়োয় দেখুন...

এই ঘটনার পরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি টুইট করেন, "বর্ধমানে পুলিশের টোটো চালকের উপর বলপ্রয়োগ এবং তাদের টোটোতে ভাঙচুর করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় । যদি ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইনি তদন্ত করা উচিত ছিল । ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর তদন্ত হওয়া উচিত । "

গতকাল এই ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে জেলা BJP নেতৃত্ব ডেপুটেশন দেয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক বৈঠক করা হবে জেলা BJP নেতৃত্বকে জানিয়েছেন জেলাশাসক । অভিযুক্ত চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে বলে জানা গেছে ।

বর্ধমান, 19 নভেম্বর : পরনে উর্দি ৷ মাথায় সাদা কাপড় বাঁধা আর হাতে লাঠি । একের পর এক টোটোতে ভাঙচুর চালাচ্ছেন । নিমেষের মধ্যে সোশাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয় । তারপরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । গতকাল এই ঘটনাকে কেন্দ্র করে জেলাশাসকের কাছে বর্ধমান জেলা BJP নেতৃত্ব ডেপুটেশনও দেয় । এই ঘটনায় অভিযুক্ত বর্ধমানের ট্র্যাফিক OC চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে ।

কয়েকদিন আগে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় । সেই ভিডিয়োতে দেখা যায়, ওই ট্র্যাফিক OC বর্ধমানের কার্জন গেট এলাকায় একের পর একট টোটোকে দাঁড় করাচ্ছেন । তারপর হাতে থাকা লাঠি নিয়ে টোটোগুলিতে ভাঙচুর চালাচ্ছেন । আর তাতে তাঁকে সাহায্য করছেন ঘটনাস্থানে উপস্থিত অন্য পুলিশকর্মীরা ।

ভিডিয়োয় দেখুন...

এই ঘটনার পরই টুইটারে বিষয়টি নিয়ে সরব হন BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি টুইট করেন, "বর্ধমানে পুলিশের টোটো চালকের উপর বলপ্রয়োগ এবং তাদের টোটোতে ভাঙচুর করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় । যদি ট্র্যাফিক নিয়ম লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইনি তদন্ত করা উচিত ছিল । ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর তদন্ত হওয়া উচিত । "

গতকাল এই ঘটনায় জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়ে জেলা BJP নেতৃত্ব ডেপুটেশন দেয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক বৈঠক করা হবে জেলা BJP নেতৃত্বকে জানিয়েছেন জেলাশাসক । অভিযুক্ত চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে শোকজ় করা হয়েছে বলে জানা গেছে ।

Intro:টোটো ভাঙচুর নিয়ে সোচ্চার বিজেপি

সন্তোষ দাস পূর্ব বর্ধমান


টোটো নিয়ন্ত্রণের নামে পুলিশ ভাঙচুর চালাচ্ছে এই অভিযোগ তুলে জেলাশাসকের দ্বারস্থ হলো ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কমিটি সোমবার সন্ধ্যায় নাগাদ বিজেপির একটি দল পূর্ব বর্ধমানের জেলা শাসকের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান


Body:বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে দিন কয়েক আগে বর্ধমান শহরের বাদামতলা এলাকাতে এক পুলিশ অফিসার যেভাবে টোটো ভাঙচুর করেছেন সেটা মেনে নেওয়া যায় না আইন কোন নিয়ন্ত্রণ করা হোক কে এর ফলে একদিকে যেমন যানজট নিয়ন্ত্রণ করা যাবে তেমনি টোটো চালকের এরা প্রাণে বাঁচবেন


Conclusion:কিন্তু কোনভাবেই নিয়ন্ত্রণের নামে পুলিশ অফিসার ভাঙচুর করবে এটা মেনে নেওয়া যাবে না এই দাবি জানানো হয় দলের পক্ষ থেকে

বাইট সৌম্যদীপ ব্যানার্জি বিজেপি নেতা
Last Updated : Nov 19, 2019, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.