ETV Bharat / state

BJP workers detained : কলকাতা পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে বর্ধমানে রাস্তা অবরোধের চেষ্টা, আটক বিজেপির নেতা-কর্মী - police detains bjp workers along with leader Shyamal Roy in Burdwan

বিজেপি নেতৃত্ব রাস্তা অবরোধ করতে গেলে তাদের জোর করে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি নেতা শ্যামল রায়-সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করল পুলিশ (Police detains bjp workers along with leader Shyamal Roy in Burdwan)। প্রতিবাদে সোচ্চার বিজেপি নেতৃত্ব।

BJP workers detained
কলকাতা পৌরভোটে সন্ত্রাসের অভিযোগে বর্ধমানে রাস্তা অবরোধের চেষ্টা, আটক বিজেপির নেতা-কর্মী
author img

By

Published : Dec 19, 2021, 4:52 PM IST

বর্ধমান, 19 ডিসেম্বর : কলকাতা পুরসভা নির্বাচনে অবাধে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল ৷ এই অভিযোগে বর্ধমান শহরে রবিবার রাস্তা অবরোধের কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু তাদের সেই কর্মসূচি বানচাল করল বর্ধমান থানার পুলিশ। বিজেপি নেতৃত্ব রাস্তা অবরোধ করতে গেলে তাদের জোর করে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি নেতা শ্যামল রায়-সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করল পুলিশ (Police detains bjp workers along with leader Shyamal Roy in Burdwan)। প্রতিবাদে সোচ্চার বিজেপি নেতৃত্ব।

বিজেপির অভিযোগ, কলকাতা পুরভোটে শাসকদল ভোট লুট করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। তারা যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ফলশ্রুতিতে এদিন বিজেপির নেতা-কর্মীরা বর্ধমান শহরের কার্জন গেট এলাকা অবরোধ করার জন্য পথে নামেন। তাঁদের মিছিল বীরহাটা পৌঁছতেই পুলিশ রাস্তা আটকায়। ফলে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। বিজেপির কর্মীরা জোর করে এগনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং বেশ কয়েকজন কর্মীকে আটক করে।

আরও পড়ুন : KMC Election 2021 : শাসকের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, উত্তর কলকাতায় বিরোধী ঐক্য

বর্ধমান সদরের বিজেপি সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "পুরভোটে যেভাবে শাসকদল অত্যাচার করছে তার প্রতিবাদে আমরা বর্ধমান শহরের বীরহাটা হয়ে শহরের কার্জন গেট এলাকায় যাচ্ছিলাম রাস্তা অবরোধ করার জন্য। পুলিশ আমাদের বাধা দেয়। বীরহাটা মোড়ে আমাদের আটকে দেওয়া হয়। আমাদের জেলার নেতা শ্যামল রায়-সহ বেশ কিছু বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে। আমরা আইনজীবী নিয়ে বিষয়টির মোকাবিলা করব। বিজেপি কর্মীদের প্রতি আমাদের আবেদন, প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনারা শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান। শাসকদল যেভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।"

বর্ধমান, 19 ডিসেম্বর : কলকাতা পুরসভা নির্বাচনে অবাধে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল ৷ এই অভিযোগে বর্ধমান শহরে রবিবার রাস্তা অবরোধের কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু তাদের সেই কর্মসূচি বানচাল করল বর্ধমান থানার পুলিশ। বিজেপি নেতৃত্ব রাস্তা অবরোধ করতে গেলে তাদের জোর করে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি নেতা শ্যামল রায়-সহ বেশ কিছু বিজেপি কর্মীকে আটক করল পুলিশ (Police detains bjp workers along with leader Shyamal Roy in Burdwan)। প্রতিবাদে সোচ্চার বিজেপি নেতৃত্ব।

বিজেপির অভিযোগ, কলকাতা পুরভোটে শাসকদল ভোট লুট করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। তারা যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ফলশ্রুতিতে এদিন বিজেপির নেতা-কর্মীরা বর্ধমান শহরের কার্জন গেট এলাকা অবরোধ করার জন্য পথে নামেন। তাঁদের মিছিল বীরহাটা পৌঁছতেই পুলিশ রাস্তা আটকায়। ফলে বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। বিজেপির কর্মীরা জোর করে এগনোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় এবং বেশ কয়েকজন কর্মীকে আটক করে।

আরও পড়ুন : KMC Election 2021 : শাসকের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ, উত্তর কলকাতায় বিরোধী ঐক্য

বর্ধমান সদরের বিজেপি সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, "পুরভোটে যেভাবে শাসকদল অত্যাচার করছে তার প্রতিবাদে আমরা বর্ধমান শহরের বীরহাটা হয়ে শহরের কার্জন গেট এলাকায় যাচ্ছিলাম রাস্তা অবরোধ করার জন্য। পুলিশ আমাদের বাধা দেয়। বীরহাটা মোড়ে আমাদের আটকে দেওয়া হয়। আমাদের জেলার নেতা শ্যামল রায়-সহ বেশ কিছু বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে। আমরা আইনজীবী নিয়ে বিষয়টির মোকাবিলা করব। বিজেপি কর্মীদের প্রতি আমাদের আবেদন, প্রত্যেকটি গ্রামে গ্রামে আপনারা শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান। শাসকদল যেভাবে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.