ETV Bharat / state

বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, মাথায় হাত শহরবাসীর

বর্ধমানে 100 টপকে গেল পেট্রলের দাম ৷ ডিজেলও উর্ধ্বমুখী ৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান ৷ কী বলছেন শহরবাসী ?

বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের
বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের
author img

By

Published : Jul 6, 2021, 8:33 PM IST

বর্ধমান, 6 জুলাই : বর্ধমানেও সেঞ্চুরি হাঁকাল পেট্রল । শতরানের মুখে দাঁড়িয়ে ডিজেলও । জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ছে সবজি-সহ অন্যান্য জিনিসের দাম ৷ ফলে শহরবাসীর পকেটে টান ৷ সামান্য মাছ-ভাত জোটাতেও নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ৷

কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পেট্রলের দাম 100 টাকা ছুঁয়েছিল । এবার তা 16 পয়সা বাড়ল ৷ আজ বর্ধমানে পেট্রলের দাম ছিল 100 টাকা 16 পয়সা । এইভাবে দাম বাড়তে থাকায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ মানুষ ।

100 পেরোল পেট্রল
বর্ধমানে 100 পেরিয়ে গেল পেট্রল



জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে গৃহবধূ অনুমিতা ঘোষ জানান, এমনিতেই জ্বালানি গ্যাসের দাম উর্ধ্বমুখী । সেইসঙ্গে পেট্রলের দামও 100 ছাড়িয়ে গেল । এমনিতেই করোনা পরিস্থিতির জেরে আর্থিক অবস্থা খারাপ । সংসার চালানো কঠিন হয়ে পড়ছে । বিষয়টি নিয়ে সরকারের ভাবনাচিন্তা করা উচিত ।

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ

শেখ আমিরের কথায়, যেভাবে পেট্রলের দাম বাড়ছে তাতে খুব প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বাইরে বেরতে ভয় লাগছে । অনেকগুলো কাজ একেবারে হাতে নিয়ে বাইরে বেরোচ্ছি । পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আগামীদিনে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ।

বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, কী বলছেন শহরবাসী

বর্ধমান, 6 জুলাই : বর্ধমানেও সেঞ্চুরি হাঁকাল পেট্রল । শতরানের মুখে দাঁড়িয়ে ডিজেলও । জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ছে সবজি-সহ অন্যান্য জিনিসের দাম ৷ ফলে শহরবাসীর পকেটে টান ৷ সামান্য মাছ-ভাত জোটাতেও নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের ৷

কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পেট্রলের দাম 100 টাকা ছুঁয়েছিল । এবার তা 16 পয়সা বাড়ল ৷ আজ বর্ধমানে পেট্রলের দাম ছিল 100 টাকা 16 পয়সা । এইভাবে দাম বাড়তে থাকায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ মানুষ ।

100 পেরোল পেট্রল
বর্ধমানে 100 পেরিয়ে গেল পেট্রল



জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে গৃহবধূ অনুমিতা ঘোষ জানান, এমনিতেই জ্বালানি গ্যাসের দাম উর্ধ্বমুখী । সেইসঙ্গে পেট্রলের দামও 100 ছাড়িয়ে গেল । এমনিতেই করোনা পরিস্থিতির জেরে আর্থিক অবস্থা খারাপ । সংসার চালানো কঠিন হয়ে পড়ছে । বিষয়টি নিয়ে সরকারের ভাবনাচিন্তা করা উচিত ।

আরও পড়ুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের বিক্ষোভ

শেখ আমিরের কথায়, যেভাবে পেট্রলের দাম বাড়ছে তাতে খুব প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বাইরে বেরতে ভয় লাগছে । অনেকগুলো কাজ একেবারে হাতে নিয়ে বাইরে বেরোচ্ছি । পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আগামীদিনে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ।

বর্ধমানে সেঞ্চুরি পেট্রলের, কী বলছেন শহরবাসী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.