ETV Bharat / state

Temple Collapsed Due to Heavy Rain: টানা বৃষ্টি! রাজগঞ্জে ভেঙে পড়ল সাড়ে তিনশো বছরের পুরনো মন্দিরের একাংশ

বর্ধমানে টানা বৃষ্টিতে ভেঙে পড়লো প্রাচীন মন্দিরের একাংশ ৷ যদিও ঘটনায় হতাহতের কোনওখবর নেই ৷ বিপদ এড়াতে বিধায়কের উপস্থিতিতে মন্দিরের অন্য কয়েকটি অংশ ভেঙে দেওয়া হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 7:38 AM IST

Updated : Oct 5, 2023, 12:11 PM IST

বর্ধমান, 5 অক্টোবর: রাজ্যের বিভিন্ন জেলার মতো পূর্ব বর্ধমানেও গত কয়েদিন ধরে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে বুধবার শহরের রাজগঞ্জ এলাকায় ভেঙে পড়ল মোহন্তস্থল মন্দিরের একাংশ। বর্ধমানে রাজাদের শাসনকালে এই মন্দিরটি তৈরি হয়েছিল বলে কথিত আছে। মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো বলে জানা গিয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এত বছরের পুরনো মন্দির ভেঙে পড়ায় মন খারাপ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের রাজগঞ্জ এলাকায় রাজ আমলে তৈরি হয়েছিল এই মন্দির। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাধা-গোবিন্দর মন্দিরটির অবস্থা বেশ খারাপ। ছাদ ভেঙে ভিতরে জল পড়ে। শুধু তাই নয় পাঁচিল দিয়ে গজিয়ে উঠেছে একাধিক গাছপালা। তার জেরেই টানা বৃষ্টিতে মন্দিরের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এদিন। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পৌঁছন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। এলাকাটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, ভেঙে পড়ল বাড়ি; যানজটে ভোগান্তি শহরবাসীর

মন্দিরের প্রধান সেবাইত সুবলদাস ব্রহ্মচারী বলেন, "মন্দিরটা খুব পুরনো। এমনিতেই মন্দিরের বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। তার উপর টানা বৃষ্টি ৷ তার জেরে মন্দিরের একাংশ ফের ভেঙে পড়ে। বড়সড় দুর্ঘটনা থেকে রাধামাধব আমাদের রক্ষা করেছেন ।" রাধা দামোদর জিউ সেবা ট্রাস্টের কার্যকরী সম্পাদক দেবব্রত সিংহ রায় বলেন, "প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো মন্দির। যেহেতু মন্দিরের ছাদ নষ্ট হয়ে গিয়েছে, তাই মন্দিরের গায়ে বড় বড় গাছ জন্মেছে। তার থেকেই ফাটল সৃষ্টি হয়েছিল। তার উপর এক টনা বৃষ্টি ৷ তার জেরেই রাস্তা লাগোয়া মন্দিরের একাংশ ভেঙে পড়েছে।" বিধায়ক বলেন, "একটা প্রাচীন মন্দিরের একাংশ ভেঙে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি। আর যে অংশ ভেঙে পড়ার আশঙ্কা ছিল তা ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে ৷"

বর্ধমান, 5 অক্টোবর: রাজ্যের বিভিন্ন জেলার মতো পূর্ব বর্ধমানেও গত কয়েদিন ধরে টানা বৃষ্টি চলছে। বৃষ্টির জেরে বুধবার শহরের রাজগঞ্জ এলাকায় ভেঙে পড়ল মোহন্তস্থল মন্দিরের একাংশ। বর্ধমানে রাজাদের শাসনকালে এই মন্দিরটি তৈরি হয়েছিল বলে কথিত আছে। মন্দিরটি প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো বলে জানা গিয়েছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এত বছরের পুরনো মন্দির ভেঙে পড়ায় মন খারাপ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের রাজগঞ্জ এলাকায় রাজ আমলে তৈরি হয়েছিল এই মন্দির। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাধা-গোবিন্দর মন্দিরটির অবস্থা বেশ খারাপ। ছাদ ভেঙে ভিতরে জল পড়ে। শুধু তাই নয় পাঁচিল দিয়ে গজিয়ে উঠেছে একাধিক গাছপালা। তার জেরেই টানা বৃষ্টিতে মন্দিরের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এদিন। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। পৌঁছন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। এলাকাটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা, ভেঙে পড়ল বাড়ি; যানজটে ভোগান্তি শহরবাসীর

মন্দিরের প্রধান সেবাইত সুবলদাস ব্রহ্মচারী বলেন, "মন্দিরটা খুব পুরনো। এমনিতেই মন্দিরের বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। তার উপর টানা বৃষ্টি ৷ তার জেরে মন্দিরের একাংশ ফের ভেঙে পড়ে। বড়সড় দুর্ঘটনা থেকে রাধামাধব আমাদের রক্ষা করেছেন ।" রাধা দামোদর জিউ সেবা ট্রাস্টের কার্যকরী সম্পাদক দেবব্রত সিংহ রায় বলেন, "প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো মন্দির। যেহেতু মন্দিরের ছাদ নষ্ট হয়ে গিয়েছে, তাই মন্দিরের গায়ে বড় বড় গাছ জন্মেছে। তার থেকেই ফাটল সৃষ্টি হয়েছিল। তার উপর এক টনা বৃষ্টি ৷ তার জেরেই রাস্তা লাগোয়া মন্দিরের একাংশ ভেঙে পড়েছে।" বিধায়ক বলেন, "একটা প্রাচীন মন্দিরের একাংশ ভেঙে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি। আর যে অংশ ভেঙে পড়ার আশঙ্কা ছিল তা ইতিমধ্যেই ভেঙে ফেলা হয়েছে ৷"

Last Updated : Oct 5, 2023, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.