ETV Bharat / state

বর্ধমানের ছোটো নীলপুরে কোরোনা আক্রান্ত ভারত সেবাশ্রমের সন্ন্যাসী - কোরোনা

বর্ধমান শহরে কোরোনায় আক্রান্ত সন্ন্যাসী ৷ জেলায় মোট আক্রান্ত 141 জন ৷

burdhaman
নীলপুরের ভারতসেবাশ্রমে কোরোনা রোগীর হদিস
author img

By

Published : Jun 17, 2020, 8:10 AM IST

বর্ধমান, 17 জুন: বর্ধমান শহরের ছোটো নীলপুর এলাকায় ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী কোরোনায় আক্রান্ত হলেন । এই নিয়ে বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন মোট দু'জন । এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 141 । এর মধ্যে 15 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে যাওয়ায় 126 জনকে ছুটি দেওয়া হয়েছে ।

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ভারত সেবাশ্রম সংঘের ওই ম ৷ সন্দেহ হওয়ায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তারপরই জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । আশ্রম সূত্রে খবর , তিনি আশ্রমের কাজে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন । এছাড়াও উত্তরপ্রদেশ থেকে কয়েকদিন আগে দু'জন সন্ন্যাসী তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন । তবে তিনি কীভাবে আক্রান্ত হলেন সেটা এখনও পরিষ্কার নয় । তাঁর রির্পোট পজ়িটিভ আসার পর থেকেই বর্ধমান থানার পুলিশ আশ্রম সংলগ্ন এলাকাটিকে ঘিরে ফেলে । ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবেও চিহ্নিত করা হয়েছে । তাঁকে কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

বর্ধমান জেলায় এখন মোট কনটেনমেন্ট এলাকার সংখ্যা 28টি । তবে, আশার বিষয় যে ইতিমধ্যে 86টি জায়গা থেকে কনটেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে । আক্রান্তের মধ্যে 3 হাজার 761 জন কোয়ারানটিন সেন্টারে রয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 15 হাজার 55 জন । জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে 2 হাজার 29 জন জেলায় ফিরেছেন । এছাড়া অন্য রাজ্য থেকে ফিরেছেন 528 জন । তবে কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি ।

বর্ধমান, 17 জুন: বর্ধমান শহরের ছোটো নীলপুর এলাকায় ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী কোরোনায় আক্রান্ত হলেন । এই নিয়ে বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন মোট দু'জন । এর ফলে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 141 । এর মধ্যে 15 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে যাওয়ায় 126 জনকে ছুটি দেওয়া হয়েছে ।

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ভারত সেবাশ্রম সংঘের ওই ম ৷ সন্দেহ হওয়ায় তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তারপরই জানা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । আশ্রম সূত্রে খবর , তিনি আশ্রমের কাজে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন । এছাড়াও উত্তরপ্রদেশ থেকে কয়েকদিন আগে দু'জন সন্ন্যাসী তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন । তবে তিনি কীভাবে আক্রান্ত হলেন সেটা এখনও পরিষ্কার নয় । তাঁর রির্পোট পজ়িটিভ আসার পর থেকেই বর্ধমান থানার পুলিশ আশ্রম সংলগ্ন এলাকাটিকে ঘিরে ফেলে । ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবেও চিহ্নিত করা হয়েছে । তাঁকে কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

বর্ধমান জেলায় এখন মোট কনটেনমেন্ট এলাকার সংখ্যা 28টি । তবে, আশার বিষয় যে ইতিমধ্যে 86টি জায়গা থেকে কনটেনমেন্ট জ়োন তুলে নেওয়া হয়েছে । আক্রান্তের মধ্যে 3 হাজার 761 জন কোয়ারানটিন সেন্টারে রয়েছে । হোম কোয়ারানটিনে রয়েছে 15 হাজার 55 জন । জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ থেকে 2 হাজার 29 জন জেলায় ফিরেছেন । এছাড়া অন্য রাজ্য থেকে ফিরেছেন 528 জন । তবে কোরোনায় আক্রান্ত হয়ে জেলায় এখনও পর্যন্ত কারও মৃত্যু হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.