ETV Bharat / state

বর্ধমানে ফের কোরোনা আক্রান্ত 1 - lockdown

খণ্ডঘোষের আক্রান্ত ব্যক্তির এক আত্মীয়র শরীরে মিলল কোরোনার হদিস । এর জেরে খণ্ডঘোষের কয়েকটি এলাকায় আপাতত বন্ধ হল রেশন বিলি ।

burdwan
বর্ধমান
author img

By

Published : Apr 24, 2020, 3:22 PM IST

বর্ধমান, 24 এপ্রিল : বর্ধমানের খণ্ডঘোষে নতুন করে একজনের শরীরে কেরোনা পজ়িটিভ ধরা পড়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে খণ্ডঘোষে যে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন এই ব্যক্তি তাঁরই এক আত্মীয় ।

গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, খণ্ডঘোষের বাদুলিয়ায় কোরোনা আক্রান্তের পরিবারের 9 জন সদস্যের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল । তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু আক্রান্ত ব্যক্তির আরও 10 জন আত্মীয়ের নমুনার রিপোর্ট আসা বাকি । তাঁদের মধ্যেই আজ একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

এদিকে, খণ্ডঘোষে দু'জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পরই খণ্ডঘোষের বিভিন্ন অংশ সিল করে দেওয়া হয়েছে । সংক্রমণ রুখতে আপাতত এলাকায় রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে । স্থানীয় ICDS সেন্টার থেকে যে খাবার বিতরণ চলছিল তাও আপাতত স্থগিত রাখা হচ্ছে ।

এবিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "নতুন করে একজনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছিল তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে । সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হবে ।"

বর্ধমান, 24 এপ্রিল : বর্ধমানের খণ্ডঘোষে নতুন করে একজনের শরীরে কেরোনা পজ়িটিভ ধরা পড়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে খণ্ডঘোষে যে ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন এই ব্যক্তি তাঁরই এক আত্মীয় ।

গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল, খণ্ডঘোষের বাদুলিয়ায় কোরোনা আক্রান্তের পরিবারের 9 জন সদস্যের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল । তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু আক্রান্ত ব্যক্তির আরও 10 জন আত্মীয়ের নমুনার রিপোর্ট আসা বাকি । তাঁদের মধ্যেই আজ একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

এদিকে, খণ্ডঘোষে দু'জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পরই খণ্ডঘোষের বিভিন্ন অংশ সিল করে দেওয়া হয়েছে । সংক্রমণ রুখতে আপাতত এলাকায় রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে । স্থানীয় ICDS সেন্টার থেকে যে খাবার বিতরণ চলছিল তাও আপাতত স্থগিত রাখা হচ্ছে ।

এবিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "নতুন করে একজনের কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । যাঁরা তাঁদের সংস্পর্শে এসেছিল তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে । সকলকেই কোয়ারান্টাইনে পাঠানো হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.