বর্ধমান , 15 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে ফের মৃত্যু হল একজনের । তবে, তিনি কোরোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানা যাবে পরীক্ষার রিপোর্ট এলে ৷ এছাড়া, আজ 36 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে । বর্তমানে সেখানে 45 জন ভরতি রয়েছে ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আজ বর্ধমানের কোরোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে । কোরোনার উপসর্গ নিয়ে 4 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে । তবে আজ 36 জন সুস্থ হয়ে যাওয়ায় তাদের ছুটি দেওয়া হয়েছে । বর্তমানে সেখানে 45 জন ভরতি আছে । তাদের মধ্যে CCU-তে রয়েছে 8 জন । শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে পাঁচজনকে । একজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর , গতকাল মোট 450 জনের নমুনা কোরোনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে । এর মধ্যে কলকাতার আর জি করে 343 জনের ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 107 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে ।