ETV Bharat / state

বর্ধমানে গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতি, গ্রেপ্তার 1 - One arrested

গত 17 জুলাই বর্ধমান থানার পাশে একটি গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে ।

One arrested for the robbery case in burdwan
One arrested for the robbery case in burdwan
author img

By

Published : Jul 28, 2020, 4:27 PM IST

বর্ধমান, 28 জুলাই : বর্ধমানে গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম বিপ্লব রায় । সে সল্টলেকের নিউটাউনের প্রমোদনগরের বাসিন্দা। জানা গেছে, গতকাল রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ।

গত ১৭ জুলাই দুপুরে বর্ধমান থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ডাকাতির ঘটনা ঘটে । দুষ্কৃতীদের বাধা দিতে গেলে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় । B C রোডের কংগ্রেস পার্টি অফিসের উলটোদিকে একটি বেসরকারী গোল্ড লোন সংস্থার অফিসে দুষ্কৃতীরা হানা দেয় । স্থানীয় সূত্রে খবর, তাদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল । সংস্থার কর্মীদের মারধর করে সোনা লুট করে অবাধে দুষ্কৃতীরা চম্পট দেয় । এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তদন্ত সূত্র ধরে গতকাল বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশের অনুমান, ধৃত বিপ্লব ডাকাতির ঘটনায় লিংকম্যানের কাজ করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার জট খুলবে । সেজন্য পুলিশ ধৃৃতর সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে আদালতে আবেদন করেছে ।

বর্ধমান, 28 জুলাই : বর্ধমানে গোল্ড লোন সংস্থার অফিসে ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম বিপ্লব রায় । সে সল্টলেকের নিউটাউনের প্রমোদনগরের বাসিন্দা। জানা গেছে, গতকাল রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ।

গত ১৭ জুলাই দুপুরে বর্ধমান থানা থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ডাকাতির ঘটনা ঘটে । দুষ্কৃতীদের বাধা দিতে গেলে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয় । B C রোডের কংগ্রেস পার্টি অফিসের উলটোদিকে একটি বেসরকারী গোল্ড লোন সংস্থার অফিসে দুষ্কৃতীরা হানা দেয় । স্থানীয় সূত্রে খবর, তাদের প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল । সংস্থার কর্মীদের মারধর করে সোনা লুট করে অবাধে দুষ্কৃতীরা চম্পট দেয় । এরপর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ । তদন্ত সূত্র ধরে গতকাল বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় । পুলিশের অনুমান, ধৃত বিপ্লব ডাকাতির ঘটনায় লিংকম্যানের কাজ করেছে । তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার জট খুলবে । সেজন্য পুলিশ ধৃৃতর সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে আদালতে আবেদন করেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.