ভাতার, 29 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠান মঞ্চে দেখা গেল OC-কে । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । বরাবরই BJPএর পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্যের পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে । তৃণমূল কংগ্রেসের মঞ্চে OC-এর উপস্থিতিতে ফের সরব হয়েছে BJP ।
শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পুরোহিতদের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ প্রমুখ । সেই জেলা সভাধিপতির পাশে বসে থাকতে দেখা ভাতার থানার OC প্রণব বন্দ্যোপাধ্যায়কে । যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা । এ বিষয়ে আসরে নেমেছে BJP-এর নেতা কর্মীরা ৷ এদিন BJPএর পক্ষ থেকে বলা হয় যে, এমনিতেই পুলিশ শাসক দলের হয়ে কাজ করছে ৷ এমনকি ভাতার থানার OC সেই ঘটনা আরও একবার প্রমাণ করে দিলো বলেও দাবি করা হয় BJPএর পক্ষ থেকে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাঁদের দাবি, মঞ্চে মন্ত্রী ছিলেন ৷ তাঁর নিরাপত্তার কারণেই মঞ্চে OC উপস্থিত ছিলেন বলেই দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে ৷ এমনকি এ-বিষয়ে অহেতুক জলঘোলা করা হচ্ছে বলেও দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে ৷
এবিষয়ে BJP নেতা সুনীল গুপ্তা বলেন, "আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে ৷ এদিন সেই প্রমাণ আবারও পাওয়া গেল ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে ৷ সেই অনুষ্ঠানে ভাতার থানার OC কে দেখা গিয়েছে ৷ তাতেই বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়েছে ৷ "