ETV Bharat / state

বর্ধমানে কোরোনা হাসপাতালে ভরতি আরও 18

author img

By

Published : Apr 24, 2020, 11:09 PM IST

বর্ধমানের এক কোরোনা আক্রান্ত রোগীকে দুর্গাপুরে লেভেল থ্রি কোরোনা হাসপাতালে পাঠানো হল চিকিৎসার জন্য ৷ এছাড়াও আজ নতুন করে আরও 18 জনকে বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

newly 18 people admitted to burdwan corona hospital, east burdwan
বর্ধমানে নতুন করে 18 জন ভরতি হল কোরোনা হাসপাতালে

বর্ধমান, 24 এপ্রিল : বর্ধমানে কোরোনা আক্রান্ত রোগীকে দুর্গাপুরে লেভেল থ্রি কোরোনা হাসপাতালে পাঠানো হল চিকিৎসার জন্য ৷ এছাড়াও আজ নতুন করে আরও 18 জনকে বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানে মোট 49 জন ভরতি আছেন ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আজ একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে 7 জনকে CCU-তে রাখা হয়েছে । এছাড়াও 7 জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, খণ্ডঘোষের বাদুলিয়ায় এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয় । ওই ব্যক্তি মেটিয়াবুরুজ থেকে ফিরেছিলেন ৷ তিনি মোটর বাইকে গ্রামে ফিরেছিলেন । এরপর গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছিলেন । তাঁরই আত্মীয়ের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

বর্ধমান, 24 এপ্রিল : বর্ধমানে কোরোনা আক্রান্ত রোগীকে দুর্গাপুরে লেভেল থ্রি কোরোনা হাসপাতালে পাঠানো হল চিকিৎসার জন্য ৷ এছাড়াও আজ নতুন করে আরও 18 জনকে বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানে মোট 49 জন ভরতি আছেন ।

জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, আজ একজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । বর্ধমানের কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে 7 জনকে CCU-তে রাখা হয়েছে । এছাড়াও 7 জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, খণ্ডঘোষের বাদুলিয়ায় এক ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয় । ওই ব্যক্তি মেটিয়াবুরুজ থেকে ফিরেছিলেন ৷ তিনি মোটর বাইকে গ্রামে ফিরেছিলেন । এরপর গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছিলেন । তাঁরই আত্মীয়ের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.