বর্ধমান, 24 ফেব্রুয়ারি: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Convocation of Burdwan University) সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের (C V Anand Bose) সামনে দু বার গাওয়া হল জাতীয় সংগীত (National Anthem was sung twice)। একবার প্রথমে একবার মাঝপথে । জাতীয় সংগীত শেষে ফের হয় অনুষ্ঠান । জীবন ও প্রকৃতি থেকে কীভাবে শিক্ষা নিতে হবে সেই বার্তাই দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 38তম সমাবর্তন অনুষ্ঠানে (Convocation ceremony of Burdwan University) যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এ দিন মঞ্চ থেকে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করা হয় ।
এ দিন রাজ্যপাল তাঁর জীবনের বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরেন । তিনি বলেন, শিক্ষা হল জীবনের একটা পরিবর্তনের সূচক । সাধারণ মানুষ কীভাবে চলাফেরা করেন, তারা যে কোনও সমস্যা কীভাবে সমাধান করেন, সেইসব লক্ষ্য রাখা উচিত ছাত্রদের । সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে চলতে হবে ।
এ ছাড়া জীবন ও প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বলে বার্তা দেন রাজ্যপাল । তিনি ব্যাখ্যা করে বলেন, শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে জীবন আর প্রকৃতি । ছাত্রছাত্রীদের চলার পথে এই জীবন আর প্রকৃতি থেকে শিক্ষা নিতে হবে । চলার পথে অনেক বাধা বিঘ্ন আসতে পারে । জ্ঞানকে কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে । তাঁর কথায়, "কখন তুমি দ্বন্দ্বে যাবে আর কখন যাবে না, কী করা উচিত, কী করা উচিত নয়, সেই সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিজেকেই নিতে হবে ।"
আরও পড়ুন: হিন্দু স্কুলের শিক্ষকের হাতেই পড়ল রাজ্যপালের বাংলা শিক্ষার ভার
এ দিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে আসার পরে প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । অনুষ্ঠানের মধ্যে রাজ্যপাল যখন বেরিয়ে যান, তখন ফের জাতীয় সংগীত গাওয়া হয় । এরপর ফের অনুষ্ঠান শুরু হয় । এ দিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও পণ্ডিত অজয় চক্রবর্তীকে ডিলিট দেওয়ার পাশাপাশি বিজ্ঞানী শুভাশিস চৌধুরী ও অধ্যাপক সুমন ধরকে ডিএসসি দেওয়া হয় ।