বর্ধমান, 1 জুলাই : বর্ধমানের কাঞ্চননগরের কদমতলা ঢাল এলাকায় নগ্ন অবস্থায় এক যুবতীর পোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য । বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কাজে যাওয়ার সময় ওই যুবতীর মৃতদেহ দেখতে পায় । ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি । এলাকার মানুষ খবর দেয় বর্ধমান থানার পুলিশকে । স্থানীয়দের অনুমান, ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে স্থানীয়রা দেখতে পায় ওই এলাকায় এক যুবতীর নগ্ন দেহ পড়ে আছে । দেহের বেশিরভাগ অংশ পোড়া । তবে ওই যুবতী স্থানীয় না হওয়ায় তার পরিচয় জানা যায়নি । তাদের অনুমান বাইরে কোথাও ওই যুবতীকে খুন করে নিয়ে এসে এই এলাকায় রাতের অন্ধকারে ফেলে আগুন ধরিয়ে দেয় ।
আরও পড়ুন...রায়নায় দুই বোনের রহস্যজনক মৃত্যু
বর্ধমান থানার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় জানান,' আমরা তদন্ত করে দেখছি । ময়না তদন্ত না করে এখনই কিছু বলা যাচ্ছে না । এই মুর্হুতে যুবতীর পরিচয় পাওয়া যায়নি ।
স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে কাঞ্চননগরের কদমতলা এলাকায় অনেক ছেলেমেয়ে অনেকরাত পর্যন্ত আড্ডা দেয়, চলে অসামাজিক কাজকর্ম ।