মন্তেশ্বর, 31 অক্টোবর : একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের খাঁদরা গ্রামে। স্থানীয়দের অনুমান, এক ব্যক্তি নিজের দিদি ও ভাগ্নেকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন ৷ খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের খাঁদরা গ্রামে উৎপল চট্টোপাধ্যায়, মালবিকা চক্রবর্তী ও কৌশিক চক্রবর্তীর দেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পর্কে উৎপল মালবিকা চক্রবর্তীর ভাই। কৌশিক মালবিকার ছেলে। মালবিকার স্বামী মারা যাওয়ার পরে তাঁদের ব্যবসা দেখাশোনা করতেন তাঁর ভাই উৎপল। তাঁদের কলকাতায় ব্যবসা আছে। কিন্তু ব্যবসায় লোকসান হওয়ায় উৎপল পিপলনের খাঁদরায় গ্রামের বাড়িতে ফিরে আসে। এদিন পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন : ভোরে বাগান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, দত্তপুকুরে ব্যবসায়ীর মৃত্যুতে রহস্য
স্থানীয়দের অনুমান, উৎপল তাঁর দিদি ও ভাগ্নেকে ঘুমের ওষুধ খাইয়ে খুন করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ বেশ কিছু ঘুমের ওষুধ উদ্ধার করেছে। একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যুতে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷