বর্ধমান, 20 জুলাই : গোল্ড লোন সংস্থার অফিস থেকে সোনা লুট দুষ্কৃতীদের ৷ বর্ধমান শহরের BC রোড এলাকার ঘটনা ৷ লুট করে পালানোর সময় সংস্থার সোনার ব্যাগে থাকা GPS খুলে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা ৷ পুলিশকে বিভ্রান্ত করতেই দুষ্কৃতীরা এমনটা করেছে বলে অনুমান ৷
শুক্রবার দুপুরের ঘটনা ৷ গোল্ড লোন সংস্থার অফিসে ঢুকে 29 কেজি 500 গ্রাম সোনা লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা । CCTV ফুটেজ দেখে ও অন্যান্য সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ ৷ পুলিশের অনুমান, লুটের পর দুষ্কৃতীরা আরামবাগের রাস্তা ধরে পালিয়ে যায় ৷ তারা হুগলির গোঘাট দিয়ে মেদিনীপুরের দিকে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ।
এর মধ্যে GPS ট্র্যাকারের মাধ্যমে পুলিশ আন্দাজ করে, খণ্ডঘোষের বাদুলিয়া এলাকায় একটি পুকুরে লুটের সোনা ফেলা হয়েছে ৷ শুক্র ও শনিবার পুকুরে তল্লাশি চালানো হয় । কিন্তু, কোন কিছুই পাওয়া যায়নি । সংস্থার অফিসে ঢুকে ওই দুষ্কৃতীরা বাংলার পাশাপাশি হিন্দিতেও কথা বলছিল ৷ পুলিশ মনে করছে, তারা ভিনরাজ্যের বাসিন্দা হতে পারে । লুটের আগে বেশকিছু দিন ধরে রেইকি করা হয়েছিল বলে জানাচ্ছে পুলিশ ৷ দুষ্কৃতীরা রাস্তায় বাইকের নম্বর বদলেছিল ৷