বর্ধমান , 25 এপ্রিল : শরীর অসুস্থ ? লকডাউনের জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না ? কিংবা চিকিৎসকের সন্ধান করেও তাঁর খোঁজ পাচ্ছেন না ? এবার যাতে বাড়িতে বসেই সরাসরি চিকিৎসকের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন , সেই ব্যবস্থাই করল বর্ধমান পৌরসভা । বর্ধমান পৌরসভার পক্ষ থেকে একটা তালিকা প্রকাশ করে সেখানে বিভিন্ন চিকিৎসকের নাম এবং ফোন নম্বর দেওয়া হয়েছে ৷ সেই নম্বরে ফোন করলেই ফোনেই চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে ৷ মিলবে চিকিৎসা পরিষেবা ।
বর্ধমান পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে , লকডাউনের সময় কেউ যদি অসুস্থ হয়ে পড়েন , চিকিৎসকের প্রয়োজন হয় সেক্ষেত্রে ফোনেই চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । নাক, কান, গলা, চক্ষু , স্ত্রীরোগ এবং মেডিসিনের চিকিৎসকদের নাম ও ফোন নম্বর দেওয়া হয়েছে । সেই নম্বরে ফোন করলেই চিকিৎসক সেই রোগীকে পরামর্শ দেবেন ।
শুধু তাই নয় ইন্ডিয়ান ডেন্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফেও দাঁতের সমস্যা নিয়ে বিনামূল্যে ফোনে পরামর্শ দেওয়া হবে বলে জানানো হয়েছে । তাদের তরফেও চিকিৎসকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে ।
বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ বলেন , "লকডাউনের সময় শহরবাসী যাতে অসুস্থ হয়ে কোনওভাবেই সমস্যায় না পড়েন সেই জন্যই পৌরসভা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের জন্য এই উদ্যোগ নিয়েছে ।"