বর্ধমান, 22 জুলাই : জেলা প্রশাসনের তরফে গতকাল ঘোষণা করা হয় আজ থেকে 7 দিন ধরে জেলায় নতুন করে চালু হচ্ছে লকডাউন। আর সেই কারণে মানুষজন যাতে বিনা প্রয়োজনে বাইরে বের না হয় সেজন্য কড়া ব্যবস্থা নিল জেলা পুলিশ প্রশাসন । শহরের বিভিন্ন এলাকায় সারাদিন চলল পুলিশি টহল। বিভিন্ন এলাকায় প্রয়োজনে-অপ্রয়োজনে প্রচুর মানুষ বাইরে বেরিয়েছিলেন ।আর তাদের প্রত্যেককেই আজ কার্জনগেট এলাকায় পুলিশের মুখোমুখি পড়তে হয়। পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে কেউ যেন বিনা প্রয়োজনে আগামী সাত দিন বাইরে বের না হয়। অনেককেই পুলিশ বাড়ি পাঠিয়ে দেয়। সেই সঙ্গে করে দেওয়া হয় সতর্কও।
জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হঠাৎ করেই জেলা প্রশাসন গতকাল রাতে শহর জুড়ে লকডাউন ঘোষণা করে। জেলা প্রশাসন জানিয়েছে আগে যেভাবে অত্যবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল। এবারেও সেই নিয়ম প্রযোজ্য। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন বেচা-কেনা চলে সেটা দেখতে হবে।
লকডাউনের প্রথম দিনে অনেক মানুষকেই ঘর থেকে বাইরে বেরিয়ে ঘুরতে দেখা গেছে। তাই মানুষকে ঘরমুখী করতে মোটর বাইকে ও মোবাইল ভ্যানে চলেছে শহরজুড়ে পুলিশি নজরদারি।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শহরে লকডাউন কার্যকর করার জন্য পুলিশ কড়া পদক্ষেপ নেবে।