কালনা , 12 এপ্রিল : লকডাউনের 19 দিন । রোজগার নেই যৌনকর্মীদের । খাবার পাচ্ছেন না নিষিদ্ধপল্লির একাধিক বাসিন্দা । এই পরিস্থিতিতে শিশুদেরও জুটছে না দুধ । কিছুদিন আগে কাটোয়া চাইল্ড লাইনের তরফে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছিল, তাদের যেন দুধের ব্যবস্থা করে দেওয়া হয় । নাহলে অপুষ্টি গ্রাস করবে । চাইল্ড লাইনের অনুরোধ মেনে কালনার নিষিদ্ধপল্লির পাঁচ বছরের কমবয়সি শিশুদের চিহ্নিত করে দুধের প্যাকেট তুলে দিল কালনা পুলিশ এবং পৌরসভার আধিকারিকরা ।
লকডাউনের জেরে বন্ধ কালনার নিষিদ্ধপল্লির কাজকর্ম । আর পাঁচটা দিন আনা দিন খাওয়া মানুষের মতো এখানকার বাসিন্দারাও অর্থ সংকটে । সঞ্চয়ের টাকা তলানিতে ঠেকেছে । এই অবস্থায় হাঁড়ি চড়ছে না অনেকের ঘরেই । শিশুদের দুধ কিনে খাওয়ানোরও ক্ষমতা নেই । তাই কালনা নিষিদ্ধপল্লির বাসিন্দারা শিশুদের দুধের ব্যবস্থা করে দেওয়ার জন্য কাটোয়া চাইল্ড লাইনে আবেদন জানান । চাইল্ড লাইন আবার সাহায্যের জন্য অনুরোধ জানায় স্থানীয় প্রশাসনকে । তাদের অনুরোধ শুনে নিষিদ্ধপল্লির বাসিন্দাদের পাশে দাঁড়াল কালনা পুলিশ ও পৌরসভার আধিকারিকরা ।
চাইল্ড লাইনের আধিকারিক সুচেতনা ভট্টাচার্য বলেন, "দিনদুয়েক আগে কালনার রেড লাইট এলাকা থেকে ফোন করে জানানো হয় তারা শিশুদের জন্য দুধ জোগাড় করতে পারছে না । বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয় । এরপরই পুলিশ ও পৌরসভা উদ্যোগ নেয় । ওই এলাকায় বসবাসকারী 5 বছরের নিচে থাকা শিশুদের চিহ্নিত করে তাদের জন্য দুধের ব্যবস্থা করা হয় ।"
এবিষয়ে কালনা পৌরসভার তরফে জানানো হয়েছ, লকডাউন চলাকালীন প্রতিদিন শিশুদের জন্য দুধ পৌঁছে দেবে পুলিশ ও পৌরসভার আধিকারিকরা ।