বর্ধমান,17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে পূর্ব বর্ধমান জেলা আদালতে কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা । বর্ধমান বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে , রাজ্য বার কাউন্সিল 21 মার্চ পর্যন্ত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে । সেই মতো পূর্ব বর্ধমান জেলা আদালতের আইনজীবীরা কর্মবিরতি শুরু করেছেন ।
আদালত সূত্রে জানা গেছে , কর্মবিরতির জেরে আগামী কয়েকদিন আগাম জামিনের শুনানি বন্ধ থাকবে । কেবলমাত্র ধৃতদের জামিনের আবেদনের শুনানি হবে ।
এই প্রসঙ্গে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বলেন, "বার কাউন্সিল 21 মার্চ পর্যন্ত আদালতে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে । সেই সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব বর্ধমান জেলা আদালতে কর্মবিরতি শুরু করা হয়েছে । 21 মার্চের পরে বার কাউন্সিল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ।"