কালনা, 30 জানুয়ারি: শুভেন্দু অধিকারী ও জগদীপ ধনকড়ের (Kunal Ghosh on Jagdeep Dhankhar) জুটি বাংলার মানুষকে সার্কাস দেখাচ্ছে ৷ বললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । বিরোধী দলনেতা ও রাজ্যপালকে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট বলে কটাক্ষ করেন তিনি ৷ পাশাপাশি মরিচঝাঁপি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবিতে বিজেপি যে আন্দোলনে নামছে, তারও সমালোচনা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh slams Suvendu Adhikari)৷
পূর্ব বর্ধমানের (East Burdwan news) কালনা বইমেলাতে গিয়ে কুণাল ঘোষ মরিচঝাঁপির আন্দোলন প্রসঙ্গে বলেন, "বিজেপি ইতিহাস জানে না । তাই তারা যখন কিছু শোনে, সেটাকে নতুন ইস্যু মনে করে ঝাঁপিয়ে পড়ে । সিপিএম যে সব নারকীয় কাণ্ড করেছিল তার মধ্যে মরিচঝাঁপি অন্যতম । এখন বিজেপি নেতারা নতুন এসেছেন । তাঁরা না জানেন এর অতীত, না জানেন এর আন্দোলনের ইতিহাস । মরিচঝাঁপি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন । এখন বিজেপি নেতারা অতীত না জেনে কিছু পেলেই ভাবেন নতুন কিছু পেয়েছি । বামেদের সন্ত্রাস নিয়ে আন্দোলন করার ফলই হচ্ছে 2011 সালের পরিবর্তন । বিজেপি আসলে এগুলো জানে না । বিজেপি দিশেহারা । আর দিশেহারা হয়ে একটা করে কর্মসূচি ঘোষণা করছে ।"
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল জগদীপ ধনকড়কেও একহাত নেন কুণাল ঘোষ (Kunal Ghosh slams Suvendu-Dhankhar) ৷ বলেন, "বাংলায় এখন জগদীপ ধনকড় ও শুভেন্দু অধিকারীর জুটি হয়েছে ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, যারা সার্কাস দেখাচ্ছেন বাংলার মানুষকে ।"
বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে কুণালের দাবি, "আজ বিজেপি তিন ভাগে বিভক্ত । আদি বিজেপি, ধান্দাবাজ বিজেপি ও পরিযায়ী বিজেপি, তাই ওদের নাটক চলছে । আসলে বিজেপি আড়াআড়ি ভাবে ভাঙছে । যাঁরা বিজেপির পুরনো দিনের কর্মী, তাঁদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু তাঁরা আজ অস্বিত্ব সংকটে ভুগছেন । ওঁদের নিজেদের মধ্যে সংঘাত শুরু হয়েছে । যাঁরা কোনওদিন বিজেপি করেননি, তাঁদের নিয়ে চলতে চাইছে । তাই ভোটের আগে ওদের ছিল যোগদান মেলা । প্রায় দিন দেখা যাচ্ছিল দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী এর হাতে ওর হাতে পতাকা তুলে দিচ্ছিলেন । এখন শুরু হয়েছে বিয়োগ মেলা ।"
আরও পড়ুন: Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের