গলসি, 5 এপ্রিল : স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে (Husband killed for protesting wifes harassment in Galsi) । ঘটনাটি ঘটেছে সোমবার পূর্ব বর্ধমান জেলার গলসিতে ৷ মৃতের নাম উৎপল ঘোষ ৷ বয়স 33 বছর । অভিযুক্তের নাম মনোজ ঘোষ ৷ তাকে গ্রেফতার করা হয়েছে ৷
মৃতের আত্মীয় শম্ভুনাথ পান্ডে এ বিষয়ে বলেন, "মনোজ নামের ওই ব্যক্তি উৎপলের স্ত্রীকে দিনের-পর-দিন নানাভাবে উত্ত্যক্ত করত । উৎপলের স্ত্রী সেই কথা তাঁকে জানানোর পরে উৎপল মনোজকে সাবধান করে দেন । এরপরেও কিন্তু মনোজ নানাভাবে তার স্ত্রীকে উত্যক্ত করতে থাকে । এরপরেই একটা অচেনা ফোন থেকে উৎপলকে ফোন করে কেউ বা কারা ডাকে । উৎপল বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি । তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় ।"
পুলিশ মনোজ ঘোষকে ইতিমধ্যে গ্রেফতার করেছে । গতকাল রাতে ময়নাতদন্তের পর উৎপল ঘোষের দেহ গ্রামে ফিরতেই নতুন করে উত্তেজনা ছড়ায় । গ্রামবাসীরা মনোজ ঘোষের পরিবারের পাশাপাশি তার কাকা ও জ্যাঠার পরিবারের উপর চড়াও হন । তাঁরা বাড়িতে থাকা বাইক, চার চাকা গাড়ি, ট্রাক্টর এবং খড়ের পালুইতে আগুন ধরিয়ে দেন । গভীর রাতে দমকলের একটা ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।
এই ঘটনায় পুলিশ ধরপাকড় শুরু করেছে । এদিন সকাল পর্যন্ত 41 জনকে আটক করেছে গলসি থানার পুলিশ।
আরও পড়ুন : Road Accident in Burdwan : দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃত্যুতে মাতৃহারা চার শিশু, মৃত টোটোচালকও