ভাতার, 27 ডিসেম্বর : বেশ কিছুদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ভাতারের বলগোনার বাসিন্দা শেখ ইসমাইল । বছর চারেক আগে শম্পা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের (Husband allegedly murders wife for his extra marital affairs ) । অবৈধ সম্পর্কের জানাজানি হওয়ার পরেই প্রতিবাদ করেছিল স্ত্রী শম্পা । রবিবার তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার করে ভাতার থানার পুলিশ । সোমবার ভাতার থানায় ইসমাইলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে শম্পার পরিবারের লোকজন ।
শম্পার বাপের বাড়ি মঙ্গলকোটের মল্লিকপুর এলাকায়। বছর চারেক আগে শম্পার সঙ্গে ইসমাইলের বিয়ে হয় । তাঁদের একটি দেড় বছরের ছেলেও আছে । এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়ি এসে পৌঁছান শম্পার পরিবারের লোকজন । সেখানে গিয়েই শম্পার মৃতদেহ দেখতে পান তাঁরা । শম্পার পরিবারের অভিযোগ, বিয়ের পর প্রথমদিকে কোনও অশান্তি না হলেও বেশ কিছুদিন ধরে অন্য একজন মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল ইসমাইল৷ আর সেই ঘটনার প্রতিবাদ করতেই শম্পার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন ৷
আরও পড়ুন : হাওড়ায় দম্পতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা
শম্পার দাদা ফরিদুল শেখ বলেন, "আমি ট্রাক্টর চালাচ্ছিলাম, সেই সময় এক প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে বোনের শ্বশুরবাড়ি গিয়ে দেখি ঝুলন্ত মৃতদেহ । পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে । জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাতেই এই খুনের ঘটনা বলে মনে হয় ।" শম্পার মা শুকলা বিবি বলেন, "আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ওর স্বামীর সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে । মেয়ে প্রতিবাদ করাতেই ওকে খুন করা হয়েছে ।"